Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ


২৩ জানুয়ারি ২০১৯ ১৮:১৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। বুধবার (২৩ জানুয়ারি) আসরের কোয়ার্টার ফাইনালে জাপানিজ তারকা কেই নিশিকোরির বিপক্ষে খেলে আসরের শেষ চারে জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সী এই সার্বিয়ান।

তবে চোটের কারণে এই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ান নিশিকোরি। তাতেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পৌঁছে যান ছয়বারের শিরোপাজয়ী জোকোভিচ। এবার সপ্তম শিরোপা জয়ে এক ধাপ এগিয়ে গেলেন এই সার্বিয়ান।

শেষ আটের লড়াইয়ে দুই সেট পুরোপুরি শেষ না হলেও, চোট নিয়ে নিশিকোরির সরে দাঁড়ানোর আগে ৬-১, ৪-১ গেমে এগিয়ে ছিলেন জোকোভিচ।

শুক্রবার (২৫ জানুয়ারি) আসরের সেমিতে ফরাসি তারকা লুকাস পুইলির বিপক্ষে লড়বেন জোকোভিচ। শেষ আটে মিলোস রাওনিককে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন এই ফরাসি।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ২০ বছর বয়সি স্টেফানোস সিসিপাসের মোকাবিলা করবেন রাফায়েল নাদাল। শেষ আটে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন নাদাল।

সারাবাংলা/এসএন

কেই নিশিকোরি টেনিস নোভাক জোকোভিচ রাফায়েল নাদাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর