Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে পেতে চাও ‘বাফুফে ফুটবল একাডেমির’ টিকিট?


২৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪৭

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ রাজধানীর বেরাইদে গড়ে ওঠছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটবল একাডেমি। চলতি বছরের মার্চ মাস থেকে ফুটবলার গড়ার আবাসিকস্থলে শুরু হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। দেশজুড়ে উদীয়মান ফুটবলারদের বাছাইকৃত সেই একাডেমিতে ফুটবল শেখার সুযোগ তৈরি করছে ফেডারেশন।

সেজন্য, অনূর্ধ্ব-১৫ ও অনূর্দ্ব-১৮ বয়সের প্রতিভাবান খেলোয়াড় বাছাই করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। আগামী শনিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ট্যালেন্ট হান্ট আয়োজনটি। সকল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে অ-১৫ ও অ-১৮ বয়সের প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বাফুফে থেকে বাছাইয়ে তারিখ ও তালিকা পাঠানো হয়েছে। ট্রায়ালে অংশ নেয়ার বয়সের বাধ্যবাধকতা নির্দিষ্ট করে দিয়েছে বাফুফে।

বিজ্ঞাপন

যাদের জন্ম ০১-০১-২০০৪ তারিখের পর তারা অ-১৫ ট্রায়ালে অংশ নিতে পারবে আর ০১-০১-২০০১ তারিখের পর যাদের জন্ম তার অ-১৮ এর ট্রায়ালে অংশ নিতে পারবেন। শুধুমাত্র তারাই এ ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। দুই পর্বে বাছাইয়ের পর ঢাকায় চূড়ান্ত বাছাইপর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

কোন জেলায় কখন কোন বয়সের ট্যালেন্ট হান্ট হবে সুযোগ প্রত্যাশীদের জন্য সেই ট্যালি দেয়া হলো নিচে-

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর