বিপিএলের চট্টগ্রাম পর্বের আগে এগিয়ে কারা
২৪ জানুয়ারি ২০১৯ ১৩:৫০
।। স্পোর্টস ডেস্ক ।।
বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম তিন পর্বের ২৮টি ম্যাচ শেষ হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামে ১০টি ম্যাচ শেষে আগামী ১ ফেব্রুয়ারি (শুক্রবার) আবারও টুর্নামেন্ট ফিরবে ঢাকায়। এখন পর্যন্ত ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কারা এগিয়ে আর ব্যাটে-বলেই বা কারা এগিয়ে আছে সেটা দেখে নেয়া যাক।
পয়েন্ট টেবিল
১। চিটাগং ভাইকিংস: ৭ ম্যাচে ৬ জয়, ১ পরাজয় – ১২ পয়েন্ট
২। ঢাকা ডায়নামাইটস: ৮ ম্যাচে ৫ জয়, ৩ পরাজয় – ১০ পয়েন্ট
৩। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৮ ম্যাচে ৫ জয়, ৩ পরাজয় – ১০ পয়েন্ট
৪। রংপুর রাইডার্স: ৮ ম্যাচে ৪ জয়, ৪ পরাজয় – ৮ পয়েন্ট
৫। রাজশাহী কিংস: ৮ ম্যাচে ৪ জয়, ৪ পরাজয়- ৮ পয়েন্ট
৬। খুলনা টাইটান্স: ৯ ম্যাচের ২ জয়, ৭ পরাজয় – ৪ পয়েন্ট
৭। সিলেট সিক্সার্স: ৮ ম্যাচে ২ জয়, ৬ পরাজয়- ৪ পয়েন্ট
সর্বোচ্চ রান
১। রাইলি রুশো-রংপুর রাইডার্স: ৮ ম্যাচে ৩৫৯ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩, ফিফটি ৪টি, ৩২টি চার-১৪টি ছয়
২। মুশফিকুর রহিম-চিটাগং ভাইকিংস: ৭ ম্যাচে ২৭৭ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫, ফিফটি ৩টি, ২৬টি চার-৯টি ছয়
৩। নিকোলাস পুরান-সিলেট সিক্সার্স: ৮ ম্যাচে ২৭২ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭২, ফিফটি ২টি, ২০টি চার-১৯টি ছয়
৪। জুনায়েদ সিদ্দিকী-খুলনা টাইটান্স: ৯ ম্যাচে ২৪৯ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭০, ফিফটি ১টি, ২৪টি চার-১১টি ছয়
৫। ডেভিড ওয়ার্নার- সিলেট সিক্সার্স: ৭ ম্যাচে ২২৩ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩, ফিফটি ৩টি, ১৯টি চার-৫টি ছয়
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
চিটাগং ভাইকিংস: ২১৪/৪ (২০ ওভার), রান রেট ১০.৭০, প্রতিপক্ষ খুলনা টাইটান্স-১৯ জানুয়ারি-সিলেট
সর্বোচ্চ উইকেট
১। সাকিব আল হাসান- ঢাকা ডায়নামাইটস: ৮ ম্যাচ ২৯ ওভার, ২০১ রানের বিনিময়ে ১৭টি উইকেট।
২। তাসকিন আহমেদ-সিলেট সিক্সার্স: ৮ ম্যাচ ২৮ ওভার, ২৪৮ রানের বিনিময়ে ১৬টি উইকেট
৩। মাশরাফি বিন মর্তুজা-রংপুর রাইডার্স: ৮ ম্যাচ ৩১ ওভার, ২০৮ রানের বিনিময়ে ১৩টি উইকেট
৪। শফিউল ইসলাম-রংপুর রাইডার্স: ৮ ম্যাচ ২৮.১ ওভার, ২৩৯ রানের বিনিময়ে ১৩টি উইকেট
৫। মোহাম্মদ আরাফাত সানি-রাজশাহী কিংস: ৮ ম্যাচ ২৪ ওভার, ১৪৪ রানের বিনিময়ে ১২টি উইকেট
সর্বোচ্চ ক্যাচ
লউরি ইভান্স-রাজশাহী কিংস ৭টি, সাব্বির রহমান-সিলেট সিক্সার্স ৭টি, কার্লোস ব্রাথওয়েইট-খুলনা টাইটান্স ৬টি, ক্রিস্টিয়ান জঙ্কার-রাজশাহী কিংস ৬টি, নাজমুল হোসেন শান্ত-খুলনা টাইটান্স ৬টি
সর্বোচ্চ রানের জুটি
১৪৮- রাজশাহী কিংসের লরি ইভান্স এবং রায়ান টেন ডেসকাটে
১২১- রংপুর রাইডার্সের রাইলি রুশো এবং মোহাম্মদ মিঠুন
১১৬- ঢাকা ডায়নামাইটসের হজরতউল্লাহ জাজাই এবং সুনীল নারাইন
১১৫- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল এবং এনামুল হক
১০৪*- রংপুর রাইডার্সের রাইলি রুশো এবং রবি বোপারা
সারাবাংলা/এসএন