Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার ২০তম ডাচ ফুটবলার ডি ইয়ং


২৪ জানুয়ারি ২০১৯ ১৪:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ফরাসি ক্লাব পিএসজি, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে টপকে নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে টেনেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির ইতিহাসে ২০তম ডাচ ফুটবলার হতে যাচ্ছেন ইয়ং। আগামী ১ জুলাইয়ে কাতালান ক্লাবটিতে যোগ দেবেন ডি ইয়ং।

২১ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত কাম্প ন্যুতে থাকবেন। পাঁচ বছরের জন্য নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারের সঙ্গে ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে বার্সা। বোনাস হিসেবে থাকছে আরও ১১ মিলিয়ন ইউরো।

২০১৫ সালে নেদারল্যান্ডসের ক্লাব উইলেমে যোগ দেন ডি ইয়ং। সেখানে মাত্র দুটি ম্যাচ খেলার পর সে বছরই যোগ দেন জং আয়াক্সে। ডাচ এই ক্লাবে ৪৬ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি। ২০১৬ সালে আয়াক্সের মূল দলে অভিষেক হয় তার। বর্তমান এই ক্লাবটিতে ৪২ ম্যাচ খেলে তিনি গোল করেছেন পাঁচটি।

জাতীয় দলের হয়ে গত বছর অভিষেক হয় ডি ইয়ংয়ের। নিজ দেশের হয়ে খেলেছেন ৫টি ম্যাচ। তার আগে দেশের অনূর্ধ্ব ১৫, ১৮, ১৯, ২১ দলে নিজের জায়গা প্রমাণ করেছেন।

সারাবাংলা/এমআরপি

ডি ইয়ং বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর