Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমা চাইলেন সরফরাজ আহমেদ


২৪ জানুয়ারি ২০১৯ ১৪:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

বর্ণবাদী মন্তব্য করে ফেঁসে গেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া অলরাউন্ডার আন্দেইল ফেলুকায়ায়োকে ‘কালো’ বলে মন্তব্য করে সমালোচনায় পড়েন পাকিস্তানের অধিনায়ক। যে কারণে এবার ক্ষমা চাইলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ডারবানে মঙ্গলবার (২২ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া তারকা বেশ ভোগাচ্ছিলেন পাকিস্তানকে। হতাশ ছিলেন পাকিস্তানের দলপতি, টপএজ হয়ে বেঁচে যান ফেলুকায়ায়ো। এসময় সরফরাজ উইকেটের পেছনে থেকে উর্দুতে কিছু একটা বলেন। সেই মন্তব্য ধরা পড়ে স্ট্যাম্প মাইক্রোফোনে। ম্যাচের ৩৭তম ওভারে ফেলুকায়ায়োকে লক্ষ্য করে সরফরাজ মন্তব্য করে যা বলেন তা বাংলায় অর্থ দাঁড়ায়, ‘এই কালো ছেলে, তোমার মা আজ কোথায় বসেছে? তাকে কি প্রার্থনা করতে বলে এসেছো?’

এমন মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, এমন মন্তব্য কখনোই তারা সমর্থন করবে না।

এরপর থেকে বিষয়টি খতিয়ে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমন মন্তব্যের পর আইসিসির নিয়ম ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে পারেন সরফরাজ।

সমালোচনার ঝড় শুরু হওয়ার পর তোপে পড়ে ক্ষমা চেয়ে টুইটারে একটি পোস্ট করেন সরফরাজ। সেখানে তিনি লেখেন ‘কাউকে আঘাত করার জন্য কিংবা ইচ্ছাকৃতভাবে আমি মন্তব্য করিনি। গতকালের ম্যাচে (২২ জানুয়ারি) স্ট্যাম্প মাইক্রোফোনে যে কথা শোনা গেছে, তাতে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

কাউকে নির্দিষ্ট করে এমন মন্তব্য করেননি বলেও জানান পাকিস্তানের অধিনায়ক, ‘নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে এমন কিছু বলিনি। মন থেকেও এসব বলিনি। সবসময় প্রতিপক্ষের খেলোয়াড়দের ও সমর্থকদের বুঝতে চেষ্টা করি। মাঠে ও মাঠের বাইরে থাকা খেলোয়াড়দের সম্মান করি।’

বিজ্ঞাপন

বল হাতে ২২ রানে ৪ উইকেট তোলার পর ব্যাট হাতে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ফেলুকায়ায়ো। ব্যাটে-বলে তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই পাকিস্তানকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এসএন

অ্যান্ডাইল ফেলুকায়ায়ো দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সরফরাজ আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর