ধানমন্ডি গ্রগতি সংঘকে সিসিডিএম’র দৃষ্টান্তুমূলক শাস্তি
২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৪০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় ঢাকা দ্বিতীয় বিভাগের দল ধানমন্ডি প্রগতি সংঘকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার (২৩ জানুয়ারি) এক সভার আয়োজন করে সিসিডিএম। সভা শেষে তারা এই সিদ্ধান্ত জানিয়েছে।
কী হয়েছিলো?
গেল ২০ জানুয়ারি (রোববার) বিকেএসপির তিন নাম্বার মাঠে আজিম ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে ধানমন্ডি প্রগতি সংঘের ইনিংসের ৯ম ওভারে আম্পায়ার সিদ্ধান্ত দিলে তা অমান্য করে মাঠ থেকে বেরিয়ে যায় ধানমন্ডি প্রগতি সংঘের ক্রিকেটাররা।
ঘটনার মূল্যায়ন করতে গিয়ে সিসিডিএম তাদের পর্যবেক্ষণে জানতে পেরেছে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধানমন্ডি প্রগতি সংঘের ক্রিকেটারদের প্রতিবাদের ভাষা ছিলো ভীষণ আক্রমনাত্মক এবং হুমকির শামিল। যা ক্রিকেটের চেতনার বিরুদ্ধে যায়। ফলে তাদের বিরুদ্ধে নিন্মোক্ত শাস্তিমুলক পদক্ষেপ নেয়া হয়েছে:
১. ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০১৮-১৯. ম্যাচ প্লেয়িং কন্ডিশনের ১৬.২.১.২ ধারা মোতাবেক দুই পয়েন্ট আজিম ক্রিকেট ক্লাবকে পুরস্কার স্বরুপ দেয়া হয়েছে।
২. ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০১৮-১৯.ম্যাচ প্লেয়িং কন্ডিশনের ১৬.২ ধারার ‘‘নোট” অনুযায়ী ধানমন্ডি প্রগতি সংঘ ক্লাবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩. একই ধারায় ক্লাবের অধিনায়ক মনির উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানাসহ দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
সারাবাংলা/এমআরএফ/এসএন