Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরনগরীতে নিজেদের ঝালিয়ে নিলেন মুশফিক, মিরাজ, গেইলরা


২৪ জানুয়ারি ২০১৯ ১৭:৫৭

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম তিন পর্বের ২৮টি ম্যাচ শেষ হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামে ১০টি ম্যাচ শেষে আগামী ১ ফেব্রুয়ারি (শুক্রবার) আবারও টুর্নামেন্ট ফিরবে ঢাকায়। এখন পর্যন্ত ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

ইতোমধ্যে ঢাকার দুই পর্ব এবং মাঝে সিলেট পর্বে মাঠে গড়িয়েছে ২৮টি ম্যাচ। এখনো বাকি রয়েছে টুর্নামেন্টের ১৮টি ম্যাচ। শেষের এই ১৮ ম্যাচের ১০টি খেলা হবে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম পর্বে মিরপুরে ১৪টি ম্যাচ শেষ হয়। এরপর বিপিএল চলে যায় সিলেটে। সেখানে অনুষ্ঠিত হয় আরও ৮টি ম্যাচ। পরে বিপিএল ফিরে আসে রাজধানীতে। মিরপুরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আরও ৬টি ম্যাচ। এবার বিপিএলের উত্তেজনায় কাঁপবে চট্টগ্রাম। এখানে খেলা হবে আরও ১০টি ম্যাচ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি-গেইলদের রংপুর রাইডার্স। একপাশে অনুশীলনে ব্যস্ত সময় কেটেছে স্বাগতিক হিসেবে নামতে যাওয়া মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসের। বন্দরনগরীর দলটিই এবারের আসরে আপাতত শীর্ষে আছে। স্বভাবতই চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। ওদিকে, একই ভেন্যুতে অনুশীলন করেছে জায়ান্ট কিলার খ্যাত মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস।

শুক্রবার রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচদিনের চট্টগ্রাম পর্ব। আগামী বুধবার (৩০ জানুয়ারি) এই দু’দলের ম্যাচ দিয়েই পর্দা নামবে বিপিএলের চট্টগ্রাম পর্বের।

বিজ্ঞাপন

চট্টগ্রাম পর্বে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্স ৩টি, সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ২টি, সোহেল তানভীরের সিলেট সিক্সার্স ৩টি, মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স ২টি, ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২টি করে ম্যাচ খেলবে।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে পয়েন্ট টেবিল
১. চিটাগং ভাইকিংস: ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট (+০.৩৩৯)
২. ঢাকা ডায়নামাইটস: ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট (+১.৩৬১)
৩. কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট (-০.০৩৭)
৪. রংপুর রাইডার্স: ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট (+০.২৬৪)
৫. রাজশাহী কিংস: ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট (-০.৩৪৯)
৬. খুলনা টাইটান্স: ৯ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট (-০.৬৫৩)
৭. সিলেট সিক্সার্স: ৮ ম্যাচে ১ জয় ২ পয়েন্ট (-০.৮৪২)

ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এমআরপি

চিটাগং ভাইকিংস বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স রাজশাহী কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর