।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন শিরিন আক্তার। ৪২তম জাতীয় অ্যাথলেটিক্সে সাতবারের স্বর্ণজয়ের রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ রেকর্ডের অধিকারী এই স্প্রিন্টার। সঙ্গে টানা তিনটি স্বর্ণজয়ের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই ক্রীড়াবিদ। এদিকে একই ভেন্যুতে পুরুষ বিভাগে নতুন রাজার নাম ইসমাইল হোসেন। তিনিও বাংলাদেশ নৌবাহিনীর।
বুধবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা চিত্র ভিন্ন পাওয়া গেলো। সবশেষ ৪১তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রানীর আসনে ছিলেন শিরিন। পাশে রাজার আসনে শেষবারের রাজা হাসান মিয়া এবার রৌপ্য পেয়েছেন। রাজার আসনে চলে এসেছেন লং জাম্প স্বর্ণজয়ী ইসমাইল হোসেন। হাসানকে টপকে অ্যাথলেটিক্সের জনপ্রিয় ইভেন্ট ১০০ মিটার স্বর্ণ জিতেছেন তিনি।
শিরিন এই ট্র্যাক শেষ করেছেন ১১.৮০ সেকেন্ড সময় নিয়ে। রৌপ্য জিতেছেন নৌবাহিনীর সোহাগী। সময় নিয়েছেন ১১.৯০ সেকেন্ড। ১২.৩০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর শরিফা খাতুন।
এদিকে পুরুষ ১০০ মিটার রেস ১০.২০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ইসমাইল। ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন বিকেএসপির হাসান মিয়া ও ১০.৪০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নৌবাহিনীর রাকিবুল হাসান।
এ স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রাখতে চান শিরিন। সামনে এস এ গেমসে আরও ভালো পারফরম করতে চান তিনি। নিজেকে ছাড়িয়ে যেতে চান। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পেলে ভালো করার আশা ইসমাইলেরও।
সারাবাংলা/জেএইচ