Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যামেরার লেন্সে বার্সা-রিয়ালের আগামীর যোদ্ধারা


২৬ জানুয়ারি ২০১৯ ১৩:৫৮

।। স্পোর্টস ডেস্ক ।।

এল ক্লাসিকো মানেই বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে অন্য রকম আকর্ষণ। যেকোনো মানদণ্ডেই ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্খিত দ্বৈরথ এল ক্লাসিকো। যেখানে দুই দল মুখোমুখি হলে ৯০ মিনিটের জন্য থমকে যায় গোটা ফুটবলবিশ্ব। কারণ লড়াইটা স্প্যানিশ সেরা তথা বিশ্বসেরা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে উন্মাদনা ছড়ায় বিশ্বজুড়ে।

স্প্যানিশ এল ক্লাসিকোতে আবারো মাঠে নামবে বার্সা-রিয়াল। আসন্ন এল ক্লাসিকোর নতুন সূচি প্রকাশ করেছে লা লিগার কর্তৃপক্ষ। যা হবে লিগের দ্বিতীয় এল ক্লাসিকো। আগের এল ক্লাসিকোতে জিতেছিল বার্সা। গত বছর ২৮ অক্টোবর বার্সার মাঠে আতিথ্য নিয়ে রিয়াল হেরেছিল ৫-১ গোলের বড় ব্যবধানে। বার্সার হয়ে গোল করেন কুতিনহো (১১ মিনিট), সুয়ারেজ (পেনাল্টি ৩০ মিনিট, ৭৫ মিনিট, ৮৩ মিনিট) এবং আরতুরো ভিদাল (৮৭ মিনিট)। রিয়ালের হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৫০তম মিনিটে, গোলটি করেন মার্সেলো। এবার রিয়ালের মাঠে আতিথ্য নেবে বার্সা। আগামী ২ মার্চ বার্সা-রিয়াল মুখোমুখি হবে।

এল ক্লাসিকো মানে এতোদিন ছিল মেসি-রোনালদোর দিকে ক্যামেরার দৃষ্টি, ছিল দুই বিশ্বসেরার আলাদা লড়াই। গত মৌসুমে রোনালদো রিয়াল ছেড়ে চলে যাওয়ায় এল ক্লাসিকো কিছুটা হলেও আকর্ষণ হারিয়েছে। তবে, তৈরি হচ্ছে এল ক্লাসিকোর নতুন নায়কেরা, প্রস্তুত হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে উন্মাদনা ছড়ানোর মতো সৈনিকরা।

একটু চোখ বুলিয়ে নেওয়া যাক মেসি-রামোস-সুয়ারেজ-মার্সেলোদের পর প্রায় দশ মৌসুমে এল ক্লাসিকোতে কারা থাকবেন ক্যামেরার লেন্সে।

বিজ্ঞাপন

জানুয়ারির দলবদল চলছে। বার্সা-রিয়াল দুদলই নিজেদের ডেরায় নতুন মুখ ভেড়াচ্ছে। এল ক্লাসিকোর কথা মাথায় রেখে দুই দল সেজে উঠছে তা নয়। বরং ক্লাবের ভবিষ্যৎ ভাবনা থেকেই দলে টানছে নতুন তারকাদের, বলা যায় তরুণ উঠতি তারকাদের। যারা আগামীমে দুই দলকেই টেনে নেবে। সাফল্যের ধারা ধরে রাখতেই দুই ক্লাব যে তাদের পুরোনো সৈন্যদের সঙ্গে নতুনদেরও গড়ে তুলবে সেটিও বলার অপেক্ষা রাখে না। তবে, এক জায়গায় বার্সার থেকে পিছিয়ে রিয়াল। যেখানে কাতালান ক্লাবটি তরুণ খেলোয়াড়দের দলে আনতে প্রচুর খরচ করেছে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগের সফল দল রিয়াল কিছুটা কার্পণ্য দেখিয়েছে। কিন্তু, যাদের নিয়ে ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনা রিয়ালের, তারা সবাই যথেষ্ট সম্ভাবনাময়।

তরুণ তারকাদের জন্য বার্সার খরচ (ইউরো হিসেবে ২৫২ মিলিয়ন+৬০ মিলিয়ন)
১। ওসমান দেম্বেলে (২১ বছর): ১০৫ মিলিয়ন+৪০ মিলিয়ন
২। ডি ইয়ং (২১ বছর): ৭৫ মিলিয়ন+১১ মিলিয়ন
৩। ম্যালকম (২১ বছর): ৪০ মিলিয়ন
৪। আর্থার (২২ বছর): ৩১ মিলিয়ন+৯ মিলিয়ন
৫। বালুউ তাবলা (১৯ বছর): ১ মিলিয়ন
৬। কার্লেস অ্যালেনা (২১ বছর) এবং রিকুই পুগি (১৯ বছর) (বার্সার ইয়ুথ টিম, লা মেসিয়া থেকে মূল দলে)

তরুণ তারকাদের জন্য রিয়ালের খরচ (ইউরো হিসেবে ১৩৭ মিলিয়ন+১১ মিলিয়ন)
১। অ্যাসেনসিও (২৩ বছর): ৪ মিলিয়ন
২। দানি ক্যাবালোস (২২ বছর): ১৬ মিলিয়ন
৩। মার্টিন ওদেগার্ড (২০ বছর): ২ মিলিয়ন
৪। ভিনসিয়াস জুনিয়র (১৮ বছর): ৪৫ মিলিয়ন
৫। রদ্রিগো (১৮ বছর): ৪৫ মিলিয়ন
৬। ব্রাহিমি ডিয়াজ (১৯ বছর): ১৭ মিলিয়ন+৭ মিলিয়ন
৭। আন্দ্রি লুনিন (১৯ বছর): ৮.৫ মিলিয়ন+৪ মিলিয়ন
৮। রেগুইলোন (২২ বছর): রিয়ালের একাডেমি থেকে মূল দলে নিয়মিত হওয়ার অপেক্ষায়

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর