দ্বিতীয় ওয়ানডেতেও কিউইদের পরাজয়
২৬ জানুয়ারি ২০১৯ ১৫:৩১
।। স্পোর্টস ডেস্ক ।।
বে ওভালে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে সফরকারী ভারত। এই জয়ে ২-০ তে লিড নিলো বিরাট কোহলির দলটি। প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ভারত জিতেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে।
আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ৩২৪ রান। জবাবে, ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে কিউইরা তোলে ২৩৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ রানের জয়টি ভারতের রানের দিক দিয়ে সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে ২০০৯ সালে হ্যামিলটনে কিউইদের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে ভারত জিতেছিল ৮৪ রানের ব্যবধানে।
ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৯টি চার, তিনটি ছক্কা। আরেক ওপেনার শিখর ধাওয়ান ৬৭ বলে ৯টি চারের সাহায্যে করেন ৬৬ রান। ওপেনিং জুটিতে তারা নেন ১৫৪ রান। তিন নম্বরে নামা দলপতি বিরাট কোহলি ৪৫ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৪৩ রান। আম্বাতি রাইডুর ব্যাট থেকে আসে ৪৯ বলে ৪৭ রান। শেষ দিকে ৩৩ বলে ৫টি চার, একটি ছক্কায় ধোনি অপরাজিত থাকেন ৪৮ রান করে। আর ১০ বলে তিনটি চার আর একটি ছক্কায় ২২ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব।
নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন দুটি করে উইকেট নেন। ডগ ব্রেসওয়েল, ইস সোধি, কলিন ডি গ্রান্ডহোম, কলিন মুনরো কোনো উইকেট পাননি।
৩২৫ রান তাড়ায় কিউই ওপেনার মার্টিন গাপটিল ১৫, কলিন মুনরো ৩১ রান করেন। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন ২০ রান করে সাজঘরের পথ ধরেন। রস টেইলর ২৫ বলে ২২, টম ল্যাথাম ৩২ বলে ৩৪, হেনরি নিকোলস ৩৮ বলে ২৮ রান করেন। ডি গ্রান্ডহোম ৩, ইস সোধি ০ রানে বিদায় নেন। ৪৬ বলে ৫টি চার আর ৩টি ছক্কায় ৫৭ রান করে পরাজয়ের ব্যবধান কমান ডগ ব্রেসওয়েল। লুকি ফার্গুসন ১২, ট্রেন্ট বোল্ট ১০* রান করেন।
ভারতের কুলদীপ যাদব ১০ ওভারে ৪৫ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, যুভেন্দ্র চাহাল। একটি করে উইকেট পান মোহাম্মদ শামি, কেদার যাদব। ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বিজয় শংকর। ম্যাচসেরা হন রোহিত শর্মা।
সারাবাংলা/এমআরপি