ভাগিয়ে নিয়েছিল নেইমারকে, এবার কি কুতিনহোর পালা?
২৬ জানুয়ারি ২০১৯ ১৬:১৫
।। স্পোর্টস ডেস্ক ।।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে উড়াল দেন নেইমার। তার চলে যাওয়ার পর আক্রমণভাগে মেসি-সুয়ারেজদের পাশে খেলাতে নিয়ে আসা হয় কুতিনহোকে। তবে, নেইমারের চলে যাওয়াটা যেমন মেনে নিতে পারেনি বার্সা সমর্থকরা, ঠিক তেমনি লিভারপুল সমর্থকরা ছেড়ে দিতে চায়নি কুতিনহোকে।
অনেক নাটকের পর গত বছর জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ারের দর লিভারপুল ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলের সুপারস্টার কুতিনহো। আরেক ব্রাজিল তারকা নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই কুতিনহোকে দলে পেতে উঠে পড়ে লেগেছিল বার্সা। কুতিনহোকে নিতে বার্সা কম চেষ্টা করেনি, কিন্তু প্রতিবারই লিভারপুল জানিয়ে দেয়, কুতিনহো বিক্রির জন্য নয়। অবশেষে শীতকালীন দলবদলের মৌসুমের শুরুতেই ১৪২ মিলিয়ন পাউন্ডে অ্যানফিল্ড ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পাঁচ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রাথমিকভাবে ১০৫ মিলিয়ন পাউন্ড পায় লিভারপুল। বাকি অঙ্ক পরে যোগ হয়। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান প্লে-মেকারের রিলিজ ক্লজ ধরা হয় ৩৫৫ মিলিয়ন পাউন্ড।
বার্সার ডেরায় এরই মধ্যে নাম লিখিয়েছেন আয়াক্সের অ্যাটাকিং মিডফিল্ডার ডি ইয়ং। ৭৫ মিলিয়ন ইউরোয় কাতালান ক্লাবটিতে আসবেন তিনি। এদিকে, পিএসজির ব্রাজিল তারকা নেইমারও জানিয়ে দিয়েছেন বার্সা কিংবা রিয়ালে তিনি আপাতত যাচ্ছেন না। বার্সায় থাকাকালীন কুতিনহোর জন্য বেশ কয়েকবার ক্লাবকে অনুরোধ করেছিলেন বন্ধু নেইমার। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর আনতেরো হেনরিকস কাতারি মালিককে জানিয়ে দিয়েছেন, আগামী মে মাসের দলবদলে কুতিনহোকে ক্লাবে নিয়ে আসতে। আরও জানা যায়, বর্তমান কোচ টমাস টুখেলের জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার।
গত এক বছরে নিজেকে বার্সায় সেভাবে মেলে ধরতে পারেননি কুতিনহো। ২০১৩ সালে ইন্টার মিলান থেকে মাত্র ৮ দশমিক ৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে লিভারপুলে যোগ দেন কুতিনহো। এর পর প্রতিনিয়ত দলটির হয়ে দ্যুতি ছড়িয়েছেন তিনি। হয়ে উঠেছিলেন রেডসের অপরিহার্য খেলোয়াড়। তবে, বার্সার অপরিহার্য খেলোয়াড় এখনও হয়ে উঠতে পারেননি কুতিনহো। গত এক বছরে মেসি-সুয়ারেজদের পাশে খেলেছেন কুতিনহো। বিশ্বসেরা দুই তারকারে পাশে নিজেকে সেভাবে আলোচনায় নিয়ে আসতে পারেননি। বরং একই সময়ে বার্সায় যোগ দেওয়া ফরাসি তারকা উসমান দেম্বেলে কুতিনহোর চেয়ে বার্সা কোচের আস্থাভাজন হয়ে উঠেছেন। শুরুর একাদশেও নিয়মিত হতে পারছেন না কুতিনহো। ১৬০ মিলিয়ন ইউরোর সাইনিংয়ে নেওয়া এই ব্রাজিল তারকাকে কাটাতে হচ্ছে সাইডবেঞ্চ গরম করে।
২০২৩ পর্যন্ত বার্সার সঙ্গে কুতিনহোর চুক্তি আছে। তবে, বার্সা এই ব্রাজিলিয়ানের উপর আস্থা হারালে আর ডি ইয়ং আস্থা অর্জন করতে পারলে কাতালানরা ছেড়ে দিতে পারে কুতিনহোকে। সেক্ষেত্রে পিএসজির মতো ক্লাবের কোনো সমস্যাই থাকছে না ব্রাজিল তারকাকে দলে টানতে। আর বড় সমস্যা যদি বিশাল অঙ্কের টাকা হয়, তাহলে নেইমারের বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফারের কথা ভাবুন। মাথা ঘুরিয়ে দেওয়া অঙ্কের হিসেব না করেই বার্সা থেকে নেইমারকে টেনে নিয়েছিল পিএসজি। ওদিকে কুতিনহোর জন্য খরচের পরিমান নিয়ে বসেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
বার্সার হয়ে মেসি-সুয়ারেজদের পাশে খেলে গত এক বছরে কুতিনহো খেলেছেন ৪৪টি ম্যাচ, যেখানে গোল করেছেন মাত্র ১৫টি। আর সতীর্থদের দিয়ে গোল করাতে কুতিনহো সহায়তা করেছেন দশবার। প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রে কুতিনহো ম্যাচপ্রতি একটি করেই শট নিতে পেরেছেন। দ্বিতীয় বছরে ভালো কিছু করেই বার্সায় থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে, নয়তো সমস্যায় পড়বে বার্সা-কুতিনহো দুই পক্ষই।
সারাবাংলা/এমআরপি