Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবিটা জানিয়ে রাখলেন সোহান


১৬ জানুয়ারি ২০১৮ ১৮:৪৯

স্টাফ করেসপন্ডেন্ট

একটা সময় টেস্টে মুশফিকুর রহিমের প্রথম বিকল্প হিসেবেই ভাবা হয়েছিল তাঁকে। তবে লিটন দাশের কাছে সেই জায়গা হারিয়েছেন ধীরে ধীরে, এবার তো ৩২ জনের ক্যাম্পেই সুযোগ পাননি। তবে বিসিএলে সাউথ জোনের হয়ে সেঞ্চুরি করে নিজের দাবিটা আবারও জানান দিয়ে রেখেছেন নুরুল হাসান সোহান।

কাল তুষার ইমরান ছুঁয়েছিলেন প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে প্রথম ১০ হাজার রানের কীর্তি। আজ অবশ্য ইনিংসটা খুব লম্বা করতে পারেননি তুষার, আউট হয়ে গেছেন ৫৬ রান করে। মোসাদ্দেকও ফিরেছেন ১৭ রানে। ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে সাউথ জোন যখন বিপদে, তখনই ত্রাণকর্তা হয়ে এলেন নুরুল হাসান।

প্রথমে আল আমিনকে নিয়ে ৮২ রানের একটা জুটি গড়লেন, পরে জিয়াউর রহমানকে নিয়ে করলেন আরেকটি ৯৯ রানের জুটি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়েছেন, নামের পাশে লেখা হয়ে গেছে ১৩৩ রান। শেষ দিকে রাজ্জাক, আল আমিনরাও ব্যাট ধরায় ৪৪৮ রান পর্যন্ত যেতে পেরেছে সাউথ জোন। সেন্ট্রাল জোনের হয়ে আবু হায়দার ও এবাদত হোসেন নিয়েছেন তিনটি করে উইকেট। আজ বল করেও উইকেট পাননি আবদূর রাজ্জাক, ৫০০ উইকেটের জন্য অপেক্ষা বাড়ল আরেকটু।

দিনের অন্য ম্যাচে অবশ্য বোলারদেরই দাপট ছিল। আগের দিনই ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইস্ট জোন। তবে আজ জাকির হাসান ও ইয়াসির আলী একটু হাল ধরেছেন। আটে সোহাগ গাজীর ৩০ ও মেহেদী হাসান রানার অপরাজিত ৪৬ রানে ২১১ রান পর্যন্ত যেতে পেরেছে ইস্ট জোন। নর্থ জোনের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও আরিফুল হক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছে নর্থ জোন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর