Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ টাইগার যুবাদের


২৭ জানুয়ারি ২০১৯ ২০:৫৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ২১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার (২৭ জানুয়ারি) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ইংলিশ হারিয়ে শিরোপা জয়ে যুব আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ শুরু করলো টাইগার যুবারা।

কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি রেখে ৩ উইকেটে হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা (১২৩/৩)।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫০ রান করেন দুই ওপেনার তানজিদ হাসান ও মাহমুদুল হাসান। তবে ব্যক্তিগত ২৮ রানে তানজিদ ফেরার পর পারভেজ হোসেনকে সঙ্গে করে ৪৬ রানের জুটি গড়েন মাহমুদুল। কিন্তু দলকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও ৫৪ বলে ৪ বাউন্ডারিতে ইনিংস সর্বোচ্চ ৪৪ রানে তুলে আউট হয়ে ফেরেন এই ওপেনার।

বিজ্ঞাপন

এরপর পারভেজ ৩৩ রান করে করে আউট হলে, শেষ দিকে শামীম হোসেন (৬) ও আকবর আলী (৮) অপরাজিত ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অধিনায়ক হিল সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন। এছাড়াও গোল্ডসওর্দি ১৭ ও জর্জ ভালডেরসেন ১৬ রান করেন।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ৩০ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়াও মৃত্যুঞ্জয় চৌধুরী, শামীম হোসেন ও রাকিবুল হাসান ১টি করে উইকেট পান।

টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়ার পর এবার টাইগার যুবাদের সামনে সুযোগ থাকছে ওয়ানডে সিরিজ জেতার। আগামী ২৯ জানুয়ারি (মঙ্গলবার) ইংলিশদের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) দ্বিতীয় ও ২ ফেব্রুয়ারি (শনিবার) তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএন

অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড টি-টোয়েন্টি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর