Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে ইংল্যান্ড


২৮ জানুয়ারি ২০১৯ ১৭:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের শুরুটা উড়ন্তই করেছে বাংলাদেশ। রোববার (২৭ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে সফরকারী যুবাদের ৭ উইকেটের বড় ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক যুবারা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই ছিল যুবাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, যেটিতে জয় তুলে নিয়েছে সাকিব, আকবর, মাহমুদ, শামীমরা।

সিরিজের একমাত্র টি-টোয়েন্টি জয় থেকে অনুপ্রেরণা নিয়ে কাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকবর আলীর নেতৃত্বে খেলতে নামবে জুনিয়র টাইগাররা।

ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডে সিরিজের শুরুটাও নিঃসন্দেহে সেই আত্মবিশ্বাস নিয়েই তারা করতে চাইবে। অবশ্য মাঠের লড়াইয়ে নেমে ইংল্যান্ডও নিশ্চয়ই হাত-পা গুটিয়ে বসে থাকবে না। যেহেতু টি-টোয়েন্টিতে হারের ক্ষত তাদের শিবিরে এখনো দগদগে। যার প্রলেপ শুধু একটি জয়েই দেয়া সম্ভব।

আর সেই লক্ষ্যে কালক্ষেপণ না করে হয়তো প্রথম ওয়ানডে দিয়েই সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে চেষ্টা করবে জুনিয়র ইংলিশরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যু সেই কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর