Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার রহমতগঞ্জের কাছে হোঁচট খেল শেখ জামাল


২৮ জানুয়ারি ২০১৯ ১৮:৪৮

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

তৃতীয় ম্যাচে এসে রহমতগঞ্জের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে তিনবারের প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দলটি। ম্যাচ শেষের পরপরই শেখ জামাল ডাগ আউটে অসন্তোষ। সাবেক জাতীয় ফুটবলার ও শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ডাগ আউটে ফুটবলারদের ফুটবলের সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন বারবার ছোটখাটো ভুল হওয়ায়।

সোমবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া ম্যাচে রহমতগঞ্জের হয়ে ম্যাচে সমতা আনেন ‘মানডে’। ইনজুরি সময়ে বা প্রান্ত থেকে ক্রস করে বক্সের মধ্যে হেড করেন মানডে। ৮৫ মিনিটে শেখ জামাল লিড পায় আর্জেন্টাইন লুসিয়ানো এনামুয়েলের গোলে।

বাম প্রান্ত দিয়ে তিনি বক্সে প্রবেশ করেন। আগুয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে বল জালে পাঠান এনামুয়েল।

ম্যাচের প্রথমার্ধ ছিল উপভোগ্য। কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিউ ৮ মিনিটে রহমতগঞ্জকে লিড এনে দেন। মিডফিল্ডার রকিবুল ইসলামের পাস নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার আরিফুলকে ছিটকে দেয়ার পর গোলরক্ষক নাইমকে কাটিয়ে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন জুনাপিউ।

১২ মিনিট পরেই ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল শেখ জামাল। মানডে বক্সের মধ্যে ফেলে দেন লুসিয়ানোকে। রেফারি আনিসুর রহমান পেনাল্টির বাঁশি বাজান। সলোমন কিংয়ের শট গোলরক্ষক আরিফুল সেভ করেন।

৪০ মিনিটে সলোমন কিং-ই ম্যাচে সমতা আনেন। ডিফেন্ডার মনজুরুর রহমান মানিকের ফ্রি কিকে কিরগিজস্তানের ফরোয়ার্ড ডেবিড ব্রুসের হেড সলোমন কিং বা পায়ে বল শূন্য তোলে বাইসেকল কিকে গোল করেন।

সর্বসাকুল্যে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশে নেমে এসেছে শেখ জামাল। টানা দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ।

সারাবাংলা/জেএইচ/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর