Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাকে হারিয়ে ঘুরে দাঁড়ালো আবাহনী


২৮ জানুয়ারি ২০১৯ ২১:১১

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

যেন স্বস্তির শ্বাস ফেললো ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) দ্বিতীয় ম্যাচে নীলফামারীতে বসুন্ধরা কিংসের কাছে যেভাবে হেরেছে আবাহনী তাতে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে নিস্তারের শ্বাসই ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোচ মারিও লেমসের কণ্ঠেও যেন ঘুরে দাঁড়ানোর গল্পই।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছেড়েছে আবাহনী। প্রথম ম্যাচে নোফেলকে হারিয়ে মিশন শুরু করে দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারের ক্ষতটা হয়তো তৃতীয় ম্যাচে জয় দিয়েই ভুলে যাবে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে আবাহনী। তবে মুক্তিযোদ্ধাও গুছিয়ে খেলছিল টেক্কা দিয়েই। আগের ম্যাচে শেখ জামালকে বড় ব্যবধানে চমক দেখানো সেন্টুর শিষ্যরা যেন গোলের দেখা পাচ্ছিল না কিছুদিতেই। শেখ জামালকে গুড়িয়ে দেয়া হ্যাটট্রিক ম্যান ফামৌসা যেন দলের বিপদ ডেকে আনলেন আত্মঘাতী গোল করে। ২৯ মিনিটে থ্রো পায় আবাহনী। রায়াহানের গোলমুখী বগ থ্রো ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়ান আইভরি কোস্টের এই ফুটবলার।

লিড নেয় আবাহনী। প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়ে খেলে লেমসের শিষ্যরা। ৬৯ মিনিটে এবার বেলফোর্ট-সানডের কম্বিনেশন। মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে দেন সানডেকে। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো চিপে বল ঠিকানায় ফেলে ব্যবধান দ্বিগুণ করেন সানডে সিজোবা।

ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সন্তুষ্টির সুর আবাহনীর কোচ লেমসের কণ্ঠে, ‘আমরা জিততে চাই। ফরমেশনে পরিবর্তন এনেছি আজকে। সঙ্গে প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করেছি।’ তবে আবাহনীর কাছে হেরে অসন্তুষ্ট মুক্তিযোদ্ধার কোচ আব্দুল কাইয়ুম সেন্টু, ‘আত্মঘাতী গোলেই আমরা পিছিয়ে গেছি। নাহলে ভালো কিছু হতে পারতো।’

বিজ্ঞাপন

ম্যাচ শেষে অবশ্য মুক্তিযোদ্ধার পুরো দলকে আগের ম্যাচে (শেখ জামাল-মুক্তিযোদ্ধা) জয়ের জন্য এক লাখ টাকা বোনাস পুরস্কার দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে আবাহনী। তিন পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে সাতে নেমে এসেছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর