Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় অফস্পিনারের বোলিং নিষেধাজ্ঞা


২৯ জানুয়ারি ২০১৯ ১৩:৩১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৩:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেলেন ভারতের আম্বাতি রাইডু। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা না দেওয়ায় নিষেধাজ্ঞা পেলেন এই পার্ট-টাইম অপস্পিনার।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) সোমবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, সন্দেহজনক বোলিং একশনের দায়ে অভিযুক্ত হওয়া এই ক্রিকেটারকে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়েছিল। তবে তা করেননি রাইডু। বোলিং একশনের পরীক্ষা দিয়ে বৈধতা প্রমাণ না করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা কাটবে না ভারতীয় এই ক্রিকেটারের।

চলতি বছরের ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুটি ওভার বোলিং করেন রাইডু। আর ওই ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনে মুখে পড়েন এই অফস্পিনার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা থাকলেও, ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের সুযোগ থাকবে তার।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ভারতের জার্সিতে ৫০ টি ওয়ানডে খেলেছেন রাউডু। যেখানে ৯ ম্যাচে ২০.১ ওভার করে ১২৪ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। তবে টি-টোয়েন্টিতে ৬টি ম্যাচ খেললেও বোলিং করেননি ভারতীয় এই ক্রিকেটার।

সারাবাংলা/এসএন

আম্বাতি রাইডু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর