Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরকে ১৪২ রানের টার্গেট দিল কিংসরা


২৯ জানুয়ারি ২০১৯ ২০:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

বিপিএলের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং জায়ান্ট কিলার খ্যাত রাজশাহী কিংস। টস জিতে মাশরাফির রংপুরের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি মেহেদি হাসান মিরাজ। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে কিংসরা।

রাজশাহী এই আসরের শুরু থেকেই ওপেনিং জুটির অভাবে ভুগছে। কদিন আগে ওপেনিংয়ের সমস্যা কাটিয়ে তুলতে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে আসে জনসন চার্লসকে। ক্যারিবীয়ান এই তারকা ১১ বলে দুটি চারের সাহায্যে ১২ রান করে বিদায় নেন। আরেক ওপেনার সৌম্য সরকার ১৬ বলে করেন ১৪ রান। তিন নম্বরে নামা মুমিনুল হক আরও একবার ব্যর্থ (৪ রান)। এই বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান লরি ইভান্স দলের রানের চাকা ঘোরাতে থাকেন। ৩১ বলে পাঁচটি বাউন্ডারিতে তিনি করেন ৩৫ রান।

দলপতি মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। ১১ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করে সাজঘরের পথ ধরেন ক্রিস্টিয়ান জোঙ্কার। ফজলে মাহমুদ ২৪ বলে করেন ১৮ রান। কায়েস আহমেদ ২০ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ২২ রান। শেষ ওভারে পর পর দুই বলে এই দুজনের উইকেট তুলে নেন রংপুরের মিডিয়াম পেসার ফরহাদ রেজা।

রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। স্পিনার নাজমুল অপু ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন দুটি উইকেট। নাহিদুল ইসলাম ৩.৩ ওভারে ১৪ রান দিয়ে নেন একটি উইকেট। শহিদুল ইসলাম ৪ ওভারে ২৮ রান খরচায় পান দুটি উইকেট। ফরহাদ রেজা ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন তিনটি উইকেট।

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি

বিজ্ঞাপন

ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এমআরপি

বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স রাজশাহী কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর