Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান-সাব্বিরের ব্যাটে সিলেটের সংগ্রহ ১৮৯


৩০ জানুয়ারি ২০১৯ ২০:১৫

।। স্পোর্টস ডেস্ক ।।

এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বাঁচা-মরার লড়াইয়ে ৩৮তম এই ম্যাচে নেমেছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস এবং অলোক কাপালির সিলেট সিক্সার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেট তুলেছে ১৮৯ রান।

এটিই রাজশাহীর শেষ ম্যাচ, সিলেট এই ম্যাচের পর সুযোগ পাবে আরও একটি ম্যাচ খেলার। প্লে অফে উঠতে রাজশাহীর মতো তাদেরও সুযোগ থাকছে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ১০ ম্যাচ খেলে দুইয়ে কুমিল্লা, তাদেরও পয়েন্ট ১৪। রংপুর-কুমিল্লার সমান ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে ১১ ম্যাচ খেলা মুশফিকের চিটাগং। সাকিবের ঢাকা ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে চারে। রাজশাহী কিংবা সিলেট যেই জিতুক না কেন, এই ম্যাচের পর তাদের তাকিয়ে থাকতে হবে ঢাকার পরাজয়ের দিকে। রাজশাহী ১১ ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট, সিলেট ১০ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া খুলনা ১১ ম্যাচে পেয়েছে ৪ পয়েন্ট।

ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার লিটন দাস ৬ ম্যাচে একটি করে চার ও ছক্কায় করেন ১০ রান। আরেক ওপেনার আফিফ হোসেন ২৫ বলে ২৯ রান করার পথে দুটি করে চার ও ছক্কা হাঁকান। তিন নম্বরে নামা জ্যাসন রয় ৮ বলে একটি চার, একটি ছক্কায় করেন ১৩ রান। সাব্বির রহমান ৩৯ বলে চারটি চার আর দুটি ছক্কায় তুলে নেন ৪৫ রান।

মাঝে সাব্বিরের সঙ্গে জুটি বাধেন নিকোলাস পুরান। রাজশাহীর পেসার কামরুল ইসলাম রাব্বি ১৬তম ওভারে পর পর দুই বলে ফিরিয়ে দেন সাব্বির এবং মোহাম্মদ নওয়াজকে। ২১ বলে ফিফটি তুলে নেন নিকোলাস পুরান। ৩১ বলে ৬টি চার আর ৬টি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৭৬ রান। অলোক কাপালি ১০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

রাজশাহীর স্পিনার আরাফাত সানি ৪ ওভারে ৪৮ রান দিয়ে নেন একটি উইকেট। মেহেদি মিরাজ ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন একটি উইকেট। কামরুল ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন দুটি উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন একটি উইকেট। সৌম্য সরকার ৪ ওভারে ৪৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি

ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এমআরপি

বিপিএল ২০১৯ রাজশাহী কিংস সিলেট সিক্সার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর