Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইন্ডো বন্ধের আগে হতে পারে আরও দল-বদল


৩১ জানুয়ারি ২০১৯ ১৪:২৮

।। স্পোর্টস ডেস্ক ।।

ইউরোপীয় ক্লাবগুলো দল-বদলের বাজার শেষ হচ্ছে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আরও কিছু খেলোয়াড়ের রদ-বদল হতে পারে। আন্তর্জাতিক মিডিয়া ব্যস্ত এসব খবর নিয়ে। সংক্ষেপে জেনে নেওয়া যাক কোন তারকাকে কোন দল টানতে চাইছে।

উইলিয়ান: ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার এরই মধ্যে ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। পুরোনো ইনজুরি তাকে আড়াই মাস মাঠের বাইরে ছিটকে দিয়েছে। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা নেইমারের ঘাটতি মেটাতে আগ্রহ দেখিয়েছে আরেক ব্রাজিলিয়ানের ওপর। চেলসিতে খেলা উইলিয়ানকে আনতে চায় পিএসজি।

মেসুত ওজিল: আর্সেনালের পুরোনো সৈনিক জার্মান তারকা মেসুত ওজিলকে নিয়ে টানাটানির শেষ নেই। তবে, গানারদের ছেড়ে চলেও যেতে চাইছেন না ওজিল। ইংলিশ লিগের দলটি তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলেও নতুন করে চুক্তি করতে আগ্রহী নয়। এই সুযোগ কাজে লাগাতে চাইছে ফরাসি জায়ান্ট পিএসজি। এক মৌসুমের জন্য ধারে হলেও ওজিলকে দলে আনতে চাইছে কাভানি-ডি মারিয়া-এমবাপেদের ক্লাবটি।

এডেন হ্যাজার্ড: শুধু মৌসুমের অর্ধেকেই নয়, শুরু থেকেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চাইছে চেলসির বেলজিয়াম তারকা হ্যাজার্ডকে। রাশিয়া বিশ্বকাপের সময় আকারে-ইঙ্গিতে হ্যাজার্ডও বলেছিলেন রিয়ালে খুঁটি গাড়তে চান। তবে, চেলসি কোনোবারই এই বেলজিয়ান তারকাকে ছেড়ে দিতে রাজি হয়নি। সম্প্রতি চেলসিতে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার তারকা গঞ্জালো হিগুয়েন। দলটির কোচ মাউরোসিও সারির প্রিয় ছাত্র হিগুয়েন আসার পর তিনি মুখ খুলেছেন হ্যাজার্ডের ব্যাপারে। জানিয়ে দিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিয়ে হ্যাজার্ড অন্য কোনো ক্লাবে খেলতে চাইলে তাকে আটকে রাখা হবে না।

বিজ্ঞাপন

মার্কাস রাশফোর্ড: ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের দিকে নজড় দিয়ে রেখেছে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখালে আক্রমণভাগে দুর্বলতা ধরা পড়তে থাকে রিয়ালের। নতুন কোচ সান্তিয়াগো সোলারি চাইছেন তরুণ কোনো স্ট্রাইকারকে। সেদিক দিয়ে এরই মধ্যে রাশফোর্ডের জন্য চুক্তি সাইনিংয়ে প্রস্তুত রিয়াল। স্প্যানিশ ক্লাবটি রোনালদোর সাবেক ক্লাব ইউনাইটেডের কাছে ১০০ মিলিয়ন পাউন্ডের একটি প্রস্তাবনাও পাঠিয়ে দিয়েছে।

অলিভার জিরুদ: চেলসির আরেক তারকা অলিভার জিরুদের দিকে দৃষ্টি ফেলেছে ইংলিশ লিগের আরেক দল ওয়েস্টহ্যাম। স্ট্যামফোর্ড ব্রিজের এই ফরাসি তারকাকে নেওয়ার পাশাপাশি ওয়েস্টহ্যামের ইচ্ছা চেলসির আরেক তারকা ড্যানি ড্রিঙ্কওয়াটারকেও নিয়ে আসা। তবে, ২৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ড্যানিকে বাকি মৌসুমের জন্য ধারে আনতে চায় ওয়েস্টহ্যাম।

মিচি বাতসুয়াই: বেলজিয়ামের ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার আপাতত আছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়। নিজ দেশের ক্লাব স্ট্যান্ডার্ড লিগ থেকে বাতসুয়াই চলে গিয়েছিলেন ফরাসি লিগের ক্লাব মার্শেইয়ে। সেখান থেকে ২০১৬ সালে নাম লেখান চেলসিতে। এরপর ২০১৮ সালে ধারে খেলতে যান জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। গত বছরই জার্মান বুন্দেসলিগা থেকে ধারে স্প্যানিশ লিগের ক্লাব ভ্যালেন্সিয়ায় চলে যান। আবারো তাকে ইংলিশ লিগে দেখা যেতে পারে। ওয়েস্টহ্যাম তার দিকেও আগ্রহ দেখিয়েছে। তবে, সেক্ষেত্রে লড়তে হবে ইংলিশ লিগের আরেক ক্লাব এভারটনের সঙ্গে। এরই মধ্যে বেলজিয়ান তারকা বাতসুয়াইয়ের জন্য পাকাপোক্ত চুক্তির সব কাজ সেড়ে ফেলেছে এভারটন।

বিজ্ঞাপন

ভিনসেন্ট জ্যাসন: আর্জেন্টিনার ফুটবলার ইমিলিয়ানো সালার সঙ্গে ক্লাবের রেকর্ড ট্রান্সফারে চুক্তি করেছিল ইংলিশ লিগের দল কার্ডিফ সিটি। ফ্রান্সের ক্লাব নঁতে থেকে সাবেক সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডে আসার পথে নিখোঁজ হন সালা। ইংলিশ চ্যানেলের উপর হারিয়ে যাওয়া সালা বেঁচে আছেন কি না সেটি সবারই অজানা। এর মধ্যে টটেনহ্যামের স্ট্রাইকার ভিনসেন্ট জ্যাসনকে দলে ভেড়াতে চাইছে কার্ডিফ সিটি।

সারাবাংলা/এমআরপি

ইউরোপীয় ক্লাব ট্রান্সফার মার্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর