Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় যোগ দিলেন উপুল থারাঙ্গা


৩১ জানুয়ারি ২০১৯ ১৭:২৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৭:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএল ষষ্ঠ আসরের শেষ দিকে এসে ঢাকা ডায়নামাইটসে যোগ দিলেন লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা পৌঁছে সাকিবদের সঙ্গে যোগ দেন তিনি।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডায়নামাইটস ম্যানেজার আজম ইকবাল।

আজম ইকবাল জানান, ‘থারাঙ্গা চলে এসে এসেছে। এই মুহুর্তে আমাদের দলের সঙ্গেই আছে। তাকে পেয়ে আমরা খুবই খুশি।’

বিপিএলে আসার আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন থারাঙ্গা। লঙ্কানদের ঘরের মাঠে আয়োজিত এই দ্বিপাক্ষিক সিরিজে খেলেছেনও দারুণ। গেল ২৯ জানুয়ারি (মঙ্গলবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১০৮ বলে খেলেছেন ১২০ রানের ইনিংস। ২১ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১২ বলে ১০৩, ও প্রথমটিতে ৭৮ বল খেলে সংগ্রহ করেছিলেন ৬৬ রান।

সারাবাংলা/এমআরএফ/এসএন 

উপুল থারাঙ্গা বিপিএল ২০১৯ শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর