Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরুল দলে, ওয়ানডে নয় টেস্টে


৩১ জানুয়ারি ২০১৯ ১৮:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

হঠাৎ করেই মিডিয়া পাড়ায় গুঞ্জন, নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাদ পড়া ইমরুল কায়েস। দেশের কয়েকটি মিডিয়া বেশ ফলাও করে সংবাদটি প্রচারও করছে। কিন্তু খবরের উৎস কী সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

কেউ বলছেন বিসিবি সুত্র। আবার একটি বেসরকারী টিভি চ্যানেল বলছে বিষয়টি তাদের নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কাজেই হুট করেই বিষয়টি নিয়ে একটি ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

তবে কী নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলটি ১৬ জনের হবে? খোঁজ নিয়ে জানা গেলে ইমরুল বিসিবি’র ভাবনায় আছেন ঠিকই তবে ওয়ানডেতে নয়, টেস্টে।

‘আপনারা সবাই জানেন, আমরা একজন দুইজন ব্যাক আপ প্লেয়ার প্রস্তুত রাখি। সেভাবেই ইমরুলের নামটি এসেছে। তবে সেটা টেস্টের জন্য। এটি এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কোচ স্টিভ রোডস কক্সবাজার থেকে ফিরবেন। তার সাথে বসে একটি সিদ্ধান্ত নেব।’ জানালেন নির্বাচনমন্ডলীর এক সদস্য।

সারাবাংলা/এমআরএফ/এসএন

ইমরুল কায়েস টেস্ট বাংলাদেশ দল

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর