Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইশ’র মাইলফলকে প্রথম মিতালি


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৬

।। স্পোর্টস ডেস্ক ।।

মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে ২০০ ম্যাচ খেলার কীর্তি ছিল না কারোরই। এবার প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলকে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার (১ ফেব্রুয়ারি) মাঠে নামে ভারতের মেয়েরা। আর এই ম্যাচ দিয়েই ২০০তম ম্যাচের মাইলফলকে পৌঁছে যান মিতালি।

তবে তার এই মাইলফলকের দিনে ভালো ফলাফল আসেনি ভারতের পক্ষে। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে মিতালির নেতৃত্বাধীন দলটি।

ম্যাচে ব্যাট হাতে ৩৮ মিনিট মাঠে থেকে ২৮টি বল মোকাবিলা করে মাত্র ৯ রান করেই আউট হন মিতালি।

৩৬ বছর বয়সি এই ভারতীয় এই ক্রিকেটারের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৯ সালে। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০০টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন ৬ হাজার ৬২২ রান। যেখানে ৭টি অর্ধশতক ও ৫২টি অর্ধশতক আছে তার। আর ক্যারিয়ার সেরা ইনিংস আছে ১২৫ রানের।

সারাবাংলা/এসএন

২০০তম ওয়ানডে ওয়ানডে মিতালি রাজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর