Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে বার্সাকেই পেল রিয়াল, ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ বেতিস


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৮

।। স্পোর্টস ডেস্ক ।।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জিরোনার বিপক্ষে জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারি বলেছিলেন, সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলতেও প্রস্তুত তার দল। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সেমির ড্র শেষে সেই বার্সাকেই প্রতিপক্ষ পেয়েছে রিয়াল।

শেষ আটের প্রথম লেগে ৪-২ গোলে জয়ের পর সেমিতে ওঠার পথটা অনেকটাই সুগম করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এরপর বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার জোড়া গোলে জিরোনার মাঠে দ্বিতীয় লেগেও ৩-১ ব্যবধানের সহজ জয় পায় তারা। দুই লেগে মিলিয়ে ৭-৩ অ্যাগ্রিগেটে জয়েই সেমিতে পৌঁছে গেল সোলারির ছাত্ররা।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে ৬-১ গোলের বড় জয় তুলে নিয়ে আসরের শেষ চার নিশ্চিত করে বার্সা।

আগামী ৬ ফেব্রুয়ারি শেষ চারে নিজেদের প্রথম লেগে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল-বার্সা। প্রথম লেগ অনুষ্ঠিত হবে কাতালানদের মাঠ ক্যাম্প ন্যু’তে। এরপর ২৭ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যু’তে অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার দ্বিতীয় লেগ।

এছাড়াও, আরেক সেমিতে ক্লাব ভ্যালেন্সিয়ার মোকাবেলা করবে রিয়াল বেতিস। শেষ চারে গেটাফের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ে সেমিতে পৌঁছে যায় ভ্যালেন্সিয়া। আর এস্পানিওলের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয়ে শেষ চার নিশ্চিত করে রিয়াল বেতিস। আগামী ৬ ফেব্রুয়ারি বেতিসের বিপক্ষে প্রথম লেগে লড়বে ভ্যালেন্সিয়া। এরপর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।

সারাবাংলা/এসএন

কোপা দেল রে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সেমিফাইনালের ড্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর