Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রান পাহাড়ে চাপা পড়ে লড়ছে লঙ্কানরা


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় টেস্টে সফরকারী শ্রীলঙ্কা ৪১১ রানে পিছিয়ে আছে। দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের হাতে আছে ৭ উইকেট। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৫৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে তুলেছে ১২৩ রান।

অস্ট্রেলিয়ার একাদশ টেস্ট ভেন্যু মানুকা ওভালের অভিষেক হয়। আর অভিষেকের দিনটি সেঞ্চুরিতে রাঙান জো বার্নস ও ট্র্যাভিস হেড। পরে সেঞ্চুরি পেয়েছেন কারটিস প্যাটারসন। অথচ অজিদের শুরুটা হয়েছিল বাজেভাগে। দলীয় ২৮ রানের মাথায় বিদায় নেন তিন টপঅর্ডার। এরপর চতুর্থ উইকেটের পতন হয় দলীয় ৩৩৬ রানে আর পঞ্চম উইকেটের পতন ঘটে ৪০৪ রানের মাথায়। ৫ উইকেট হারিয়ে অজিরা ৫৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।

অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিস ১১, তিন নম্বরে নামা উসমান খাজা ০ আর মার্নাস লাবুশানে ৬ রান করে বিদায় নেন। আরেক ওপেনার জো বার্নস ২৬০ বলে ২৭টি বাউন্ডারিতে করেন ১৮০ রান। ট্র্যাভিস হেড ২০৪ বলে ২১ বাউন্ডারি আর একটি ছক্কায় করেন ১৬১ রান। প্যাটারসনের ব্যাট থেকে আসে ১১৪ রান। তার ১৯২ বলের ইনিংসে ছিল ১৪টি চার আর একটি ছক্কা। ১১৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন দলপতি টিম পেইন।

এক বছর পর টেস্ট একাদশে ফেরা লঙ্কান বোলার বিশ্ব ফার্নান্দো তিনটি উইকেট পান। একটি করে উইকেট পান কাসুন রাজিথা এবং অভিষিক্ত চামিকা করুনারত্নে।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ৪৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন। আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে করেন ৪১ রান। দলপতি দিনেশ চান্দিমাল ১৫ রান করে সাজঘরের পথ ধরেন। কুশল মেন্ডিস করেন মাত্র ৬ রান। কুশল পেরেরা ১১ আর ধনাঞ্জয়া ডি সিলভা ১ রানে অপরাজিত আছেন। একটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লিওন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

টেস্ট সিরিজ শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর