Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন ও ইমরুল


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৯ সালের কেন্দ্রীয় চুক্তি ও রুকি কোটায় থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। যেখানে অন্তর্ভুক্ত হয়েছেন গেল বছর রুকি কোটায় থাকা লিটন দাস। আর ফিরেছেন গেল বছর বাদ পড়া ইমরুল কায়েস। পদোন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৮ সালে তাকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিলো। এবার তিনি ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

বাদ পড়েছেন গেল বছর রুকি কোটায় থাকা টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত।

চারটি ক্যাটাগরিতে মোট ১২ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। আর উদীয়মান বা রুকি কোটায় নেয়া হয়েছে ৫ জনকে।

শনিবার (২ ফেব্রুয়ারি) বিসিবির কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তার দেয়া তথ্যমতে, ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ ক্যাটাগরিতে : ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

‘বি’ ক্যাটাগরিতে : মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

রুকি কোটায় : আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফউদ্দীন, নাইম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

সারাবাংলায় পড়ুন : বিপিএলের শেষ পর্বের টিকিটের মূল্য নির্ধারণ

সারাবাংলা/এমআরএফ/এসএন

ইমরুল কায়েস বিসিবি লিটন দাস

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর