পার্মার বিপক্ষে ড্রয়ে হতাশ জুভেন্টাস কোচ আলেগ্রি
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৩
।। স্পোর্টস ডেস্ক ।।
পার্মার বিপক্ষে সিরি আ লিগের ম্যাচে সহজ জয়ের সুযোগ ছিল জুভেন্টাসের। তবে শেষ দিকে পার্মার টানা দুই গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে জুভিরা। যে কারণে ম্যাচ শেষে দোষ নিজের দলের কাঁধেই দিলেন জুভি কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
শনিবার (২ ফেব্রুয়ারি) জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে ড্র দিয়ে। যা এখন পর্যন্ত চলতি মৌসুমে অপরাজিত থাকা জুভিদের তৃতীয় ড্র।
তবে এই ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত রোনালদোর জোড়া গোল ও ড্যানিয়েল রুগানির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল জুভেন্টাস। কিন্তু শেষ দিকে গার্ভিনহোর জোড়া গোলে জুভিদের রুখে দেয় পার্মা।
ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আলেগ্রি বলেন, আমাদেরকে দলের ব্যালেন্সের জন্য কাজ করতে হবে। আমরা প্রতি ম্যাচেই ৪ থেকে ৫ গোলের আশা করতে পারি।’
তবে ম্যাচের শেষ দিকে জোড়া গোলে ড্র হওয়ায় একেবারেই খুশি নন জুভি কোচ। তিনি বলেন, ‘এটা আসলেই লজ্জার। কারণ, পয়েন্ট আমাদের ব্যাগেই ছিল, কিন্তু শেষ দিকে মনোযোগ হারিয়ে সেটা হারিয়েছি। যদি ৩টি গোল করে ৩টি গোলই হজম করতে হয়, তাহলে সেটা আসলেই ভালো কিছু নয়। জিততে হলে আক্রমণাত্মক খেলাই খেলতে হবে।’
অন্যদিকে, ম্যাচের শেষ দিকে জোড়া গোলে ড্র করায় বেশ খুশি পার্মা কোচ রবের্তো ডি’আভারসা। তিনি বলেন, ‘এখানে এসে জুভেন্টাসকে হারানো অনেক গর্বের।’
সারাবাংলা/এসএন
ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস পার্মা মাসিমিলিয়ানো আলেগ্রি সিরি আ