ইংলিশদের হারিয়ে সিরিজ উইন্ডিজদের
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩৮১ রানের বড় ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। রোববার (৩ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিলো উইন্ডিজরা।
ঘরের মাঠে এই টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কেমার রোচ আর গ্যাব্রিয়েলদের বোলিং তোপে পড়ে ১৮৭ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
তাতে ১১৯ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে এই ইনিংসেও ইংলিশ ব্যাটিংয়ে ধ্বস নামান কিমার রোচ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক জেসন হোল্ডারও। দু’জন চারটি করে উইকেট নেন। তাতেই ১৩২ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস।
তাতে শেষ ইনিংসে উইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১৪ রান। আর কোনো উইকেট না হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় জেসন হোল্ডারের দল (১৭/০)।
দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান উইন্ডিজ পেসার কেমার রোচ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড :
প্রথম ইনিংস ১৮৭/১০,
দ্বিতীয় ইনিংস ১৩২/১০
উইন্ডিজ :
প্রথম ইনিংস ৩০৬/১০,
দ্বিতীয় ইনিংস ১৭/০
ফলাফল : উইন্ডিজ ১০ উইকেটে জয়ী
সারাবাংলা/এসএন