Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকা বিগ সাইড হলেও সমস্যা নেই’


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

এবারের বিপিএলে কাগজে কলমে চিটাগং ভাইকিংসের চাইতে বেশ এগিয়ে ঢাকা ডায়নামাইটস। কাইরন পোলার্ড, সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাইয়ের মতো বিগ হিটাররা দলে মজুত আছেন। এছাড়াও সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা এক অলরাউন্ডার আছেন দলের নেতৃত্বে। কিন্তু তারপরেও নামের সুবিচার করতে দেখা যায়নি দলটিকে। টুর্নামেন্টে উড়ন্ত শুরু করা দলটির পারফরম্যান্স গ্রাফ হঠাৎ করেই এতটা নিম্নমুখী হয়ে উঠেছিলো যে, প্লে অফ নিশ্চিত করতেই খাবি খেতে হয়েছে।

বিজ্ঞাপন

অথচ ঢাকার চাইতে যোজন যোজন পিছিয়ে থেকেও চমকে দিয়েছে চিটাগং ভাইকিংস। বলার মতো বড় কোন নাম এখানে নেই। রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ শাহজাদ, ক্যামেরুন দেলপোর্টের মতো মধ্যমানের বিদেশি এবং মুশফিকুর রহিম, ইয়াসির আলী ও আবু জায়েদ রাহির মতো দেশি ক্রিকেটারদের উপস্থিতি। তবুও ঢাকার আগেই প্লে অফ নিশ্চিত করেছে বন্দর নগরীর দলটি।

লিগ পর্বে ১২ ম্যাচে ৬ জয় ও ৬ হারে টেবিলের ৪ নাম্বারে ঢাকা। সমান সংখ্যক ম্যাচে ৭ জয়ে টেবিলের তিনে চিটাগং। বলা বাহুল্য ঢাকার এই ৬ হারের দুটিই ভাইকিংসদের বিপক্ষে।

আর এখানেই যত স্বস্তি চিটাগং পেসার খালেদ আহমেদের। কেননা সোমবারের (৪ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ সেই চেনা শত্রু। যাদের সঙ্গে দু-দুটি লড়াইয়ে জয়ের সুখস্মৃতি এখনো তরতাজা। খালেদ বলেন, ‘ঢাকা বড় দল। বড় দল হলেও সমস্যা নেই। শেষ দুইটা ম্যাচ ওদেরকে আমরা হারিয়েছি। এখানেও চাইবো যে এই ম্যাচেও ভালো ক্রিকেট খেলে জিতবো।’

তবে একটি বিষয়ে দলের দুশ্চিন্তা লক্ষ্য করা গেল। সেটা হিটার নিয়ে। যেহেতু ঢাকার হিটারের লিস্ট বেশ বড়। নক আউট ম্যাচ। হেরে গেলেই বিদায় ঘণ্টা। ‘আসলে আমাদের দলে বিগ হিটার তেমন নাই। ওদের টিমে বিগ হিটার আছে। এখানে আমরা একটু পিছিয়ে আছি যে বিগ হিটার কম। ওদের টিমে বিগ হিটার বেশি। ওদেরই মানে হিটিং করার জোনটা বেশি থাকবে। আমাদের হিটিং করার জোন কম।’

বিজ্ঞাপন

তবুও জয়ের বিকল্প ভাবতেই চাইছেন না এই ‍উদীয়মান ভাইকিংস ফাস্ট বোলার। ‘শেষ দুই ম্যাচ যেমন খেলেছি, চাইবো এর থেকেও ভালো ক্রিকেট খেলে এই ম্যাচটা জিতবো।’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায়।

সারাবাংলা/এমআরএফ/এসএন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স খালেদ আহমেদ ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর