Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০০ উইকেটের চূড়ায় রাজ্জাক


১৭ জানুয়ারি ২০১৮ ১৬:০৬

স্টাফ করেসপন্ডেন্ট

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

আগের ম্যাচে মাত্র এক উইকেটের নিঃশ্বাসছোঁয়া দূরত্বে ছিলেন। বিসিএলে প্রথম দিনে সেই অপেক্ষা ঘুঁচল না, অবশেষে তৃতীয় দিনে এসে প্রাইম ব্যাঙ্ক সাউথ জোনের হয়ে সেটি পেলেন আবদুর রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন রাজ্জাক।

কাল বল করার সুযোগ পেলেও উইকেট পাননি। আজ সকালের সেশনেও রাজ্জাকদের হতাশ করে গেছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের দুই ওপেনার রবিউল ইসলাম রবি ও সাদমান ইসলাম অনিক। ১৭১ রানে ভেঙেছে দুজনের উদ্বোধনী জুটি, রবিকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান। সাদমান অবশ্য সেঞ্চুরি পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু ৯৩ রানে আউট হয়ে নিজেই হয়ে গেলেন ইতিহাসের অংশ। তাঁকে এলবিডব্লু করেই রাজ্জাক পেলেন ৫০০ উইকেট।

প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে রাজ্জাকের পর সবচেয়ে বেশি উইকেট (৪৩৮) এনামুল হক জুনিয়রের। ২০০১/০২ সালে জাতীয় লিগে অভিষেক হয়েছিল রাজ্জাকের। এরপর ১১২টি ম্যাচ খেলে ৫০০ ছুঁয়েছেন, ক্যারিয়ার গড় ২৯.১১। ২০১৬ সালের জানুয়ারিতে ৪০০ উইকেট পেয়েছিলেন, পরের ১০০র জন্য অপেক্ষা করতে হয়েছে ঠিক দুই বছর। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৩০ বার, ম্যাচে দশ উইকেট পেয়েছেন আটবার। ইনিংসে নয় উইকেট পেয়েছেন দুবার, বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীতে ইনিংস সেরা বোলিংয়ের রেকর্ডও এটাই।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর