Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে দ্বিতীয় ব্যাটসম্যান পেরেরা


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৪

।। স্পোর্টস ডেস্ক ।।

শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা দারুণ এক কীর্তিতে নাম লেখালেন। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি আছে আর একজনেরই। প্রথমশ্রেণির ম্যাচে দুই ইনিংসেই ডাবল সেঞ্চুরি করেছেন পেরেরা। ১৯৩৮ সালে এক ম্যাচের দুই ইনিংসেই ডাবল সেঞ্চুরি করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান আর্থার ফ্যাগ।

লঙ্কান প্রিমিয়ার লিগের টায়ার ওয়ানের ম্যাচে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের (এনসিসি) অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা ব্যাট হাতে নেমেছিলেন সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) বিপক্ষে। সুপার এইটের এই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে করেন ২০১ রান। আর দ্বিতীয় ইনিংসে একই পজিশনে নেমে করেন ২৩১ রান। প্রথম ইনিংসে পেরেরা ২০৩ বলে ২০টি চার আর একটি ছক্কা হাঁকিয়ে তার ইনিংসটি সাজান। আর দ্বিতীয় ইনিংসে ২৬৮ বলে ২০টি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান পেরেরা।

ড্র হওয়া ম্যাচটির প্রথম ইনিংসে পেরেরার দলটি তোলে ৪৪৪ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ৪৮০ রানে অলআউট হয় সিংহলিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে পেরেরার দলটি তোলে ৫৭৯ রান।

১৯৩৮ সালে কেন্টের ব্যাটসম্যান আর্থার ফ্যাগ এসেক্সের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তিনি প্রথম ইনিংসে ২৪৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২০২ রানে অপরাজিত ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ২৩।

সারাবাংলা/এমআরপি

অ্যাঞ্জেলো পেরেরা ডাবল সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর