Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ভাগে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও সমান সংখ্যক টেস্ট ম্যাচ খেলতে দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বে সফরকারী বাংলাদেশ। প্রথম ভাগের ক্রিকেটাররা রওনা হবেন ৬ ফেব্রুয়ারি (বুধবার)। আর ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিপিএল ফাইনাল থাকায় পরের দিন রওনা হবেন দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা।

আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানোডিনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় পাচ্ছেন প্লে-অফ থেকে ছিটকে পড়া দলগুলোর খেলোয়াড়রা। প্লে-অফে উঠতে পারেননি এমন তিন দলের ওয়ানডে স্কোয়াডে যারা আছেন এবং এলিমিনেটর ম্যাচে যারা হেরেছেন সেই দলের ক্রিকেটাররা রওনা হবে ৬ ফেব্রুয়ারি (বুধবার)।

সিঙ্গাপুর এয়ারলাইনস যোগে ওইদিন দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে লাল সবুজের ক্রিকেটের প্রথম ফ্লাইট। বিপিএলের দুই ফাইনালিস্ট ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলে থাকা জাতীয় দলের প্রতিনিধিরা নিউজিল্যান্ড রওনা হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি শুরু হবে ৮ মার্চ বেসিন রিজার্ভে। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৬ মার্চ হ্যাগলি ওভালে গড়াবে।

এদিকে কিউদের বিপক্ষে টাইগার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড থেকে গোঁড়ালির চোটে ছিটকে গেছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা পেসার তাসকিন আহমেদ। গোড়ালির চোট থেকে সেরে উঠতে এ পেসারের লেগে যাবে কমপক্ষে এক মাস। তার টেস্ট খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। বিকল্প ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি বিসিবি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর