ভারতকে নিয়েই বাজি ধরছেন শচীন
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৮
।। স্পোর্টস ডেস্ক ।।
দারুণ গতিতে ছুটতে থাকা ভারতের ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা দেখছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। টিম ইন্ডিয়াকে আসন্ন বিশ্বকাপের ফেভারিট বলে জানিয়ে দিলেন তিনি। শচীনের দৃঢ় বিশ্বাস ২০১৯ বিশ্বকাপ জিতে তার দেশ তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে।
১৯৮৩ সালে কপিল দেবের ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। ২০১১ সালে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। এবার বিরাট কোহলির নেতৃত্বে ভারত তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে বলে আশাবাদী দেশটির ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন।
ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক শচীন জানালেন, আমাদের সুযোগ নিয়ে কোনো শঙ্কা নেই। এটা বলতে কোনো দ্বিধা নেই বর্তমান দলটি আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ভারতের বর্তমান রেকর্ডের দিকে তাকালেই সেটির প্রমাণ মিলবে। দলের প্রতিটি বিভাগেই দারুণ কম্বিনেশন আছে। বিশ্বের যেকোনো প্রান্তেই হোক না কেন কন্ডিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে এই দলটি দারুণভাবে জয় তুলে নেওয়ার ক্ষমতা রাখে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ৫ ম্যাচের চারটিতেই জিতেছে ভারত। তবে, আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড কিংবা তাসমান সাগরের ওপারের দেশ নিউজিল্যান্ডকে পিছিয়ে রাখছেন না শচীন। তার মতে, ভারতের মতো ইংলিশ-কিউইরাও এই বিশ্বকাপে ভালো কিছুই করে দেখাবে।
শচীন জানালেন, আমি জানি নিউজিল্যান্ড সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে ভুগেছে। কিন্তু তারা দুর্দান্ত একটি দল। একটা দল হিসেবেই খেলে কিউইরা। একসঙ্গে জ্বলে উঠার নজির তাদের কম নেই। আমার অভিজ্ঞতা বলছে, আসন্ন ইভেন্টে কঠিন প্রতিপক্ষ হতে পারে ইংলিশরা। নিউজিল্যান্ডকে আমি ডার্কহর্স হিসেবে দেখছি আর স্বাগতিক ইংল্যান্ডকে আমি চ্যালেঞ্জ জানানো দল হিসেবে দেখছি।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে নিয়েও মন্তব্য করেছেন ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। শচীন অজিদের নিয়ে কথা বলতে গিয়ে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কথা বলেছেন। যারা বল টেম্পারিংয়ের কারণে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন। তবে, বিশ্বকাপের আগেই তাদের নিষেধাজ্ঞা কেটে যাবে। শচীন জানান, আমি মনে করি অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে। তাদের দলে স্মিথ আর ওয়ার্নার আসবে, তাদের দলে থাকবে দুর্দান্ত সব বোলার। ব্যালান্সড সাইড হিসেবে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখা যায়।
আগামী ৩০ মে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মিশন শুরু হবে জুনের ৫ তারিখ। টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সাউদাম্পটনে।
সারাবাংলা/এমআরপি