Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারলো ভারত


১৭ জানুয়ারি ২০১৮ ১৬:২১

সারাবাংলা ডেস্ক
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

অভিষিক্ত পেসার লুঙ্গি এনগিডির বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে হারলো সফরকারী ভারত। প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় ১৫১ রানে। প্রোটিয়ারা ম্যাচ জেতে ১৩৫ রানের বিশাল ব্যবধানে।

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৩৩৫ রান তোলে। নিজেদের প্রথম ইনিংসে ভারত তোলে ৩০৭ রান। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে প্রোটিয়ারা করে ২৫৮ রান। জবাবে, মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্কারাম ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করেন। ওপেনার ডিন এলগার করেন ৩১ রান। ৮২ রানের ইনিংস খেলেন হাশিম আমলা। অধিনায়ক ডু প্লেসিস ৬৩ রানে বিদায় নেন। ভারতের রবীচন্দ্রন অশ্বিন চারটি, ইশান্ত শর্মা তিনটি আর মোহাম্মদ শামি একটি করে উইকেট নেন।

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ সরাসরি দেখুন সারাবাংলা.নেটে

নিজেদের প্রথম ইনিংসে ভারতের বিরাট কোহলি প্রথম কোনো ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি করেন প্রোটিয়াদের মাঠে। ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার মুরালি বিজয় করেন ৪৬ রান। শেষ দিকে অশ্বিন ৩৮ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল চারটি উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার ৬১ রান করে সাজঘরে ফেরেন। এবিডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৮০ রান। অধিনায়ক ডু প্লেসিস করেন ৪৮ রান। ভারতীয় পেসার মোহাম্মদ শামি চারটি, জাসপ্রিত বুমরাহ তিনটি, ইশান্ত শর্মা দুটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। মুরালি বিজয়, লোকেশ রাহুল, বিরাট কোহলি, হারদিক পান্ডে, অশ্বিনরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। চেতশ্বর পুজারা ১৯, পার্থিব প্যাটেল ১৯, রোহিত শর্মা ৪৭, শামি ২৮ রান করেন। অভিষিক্ত পেসার লুঙ্গি প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন। ভারতের ৬ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। দ্বিতীয় ইনিংসে তার বোলিং ফিগার ১২.২-৩-৩৯-৬। তিনটি উইকেট নেন কেগিসো রাবাদা।
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর