Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় ব্রাজিলের কস্তা


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ব্রাজিলের উইঙ্গার ডগলাস কস্তা। দুর্ঘটনায় জুভেন্টাসের এই তারকার গাড়ি ভেঙে গেলেও তার কোনো ক্ষতি হয়নি। তবে, অপর গাড়ির চালক মারাত্মকভাবে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

লিগের ম্যাচে সবশেষ পারমার বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে জুভেন্টাস। এরপর কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তার শিষ্যদের দুই দিন ছুটি দিয়েছিলেন। ছুটি কাটিয়ে ঘরের মাঠ তুরিনে অনুশীলনে ফেরার পথে উত্তর ইতালির লিভোর্নো ফেরারিস, ভার্সেল্লি ও সান্দিয়ার মধ্যবর্তী জায়গায় সড়ক দুর্ঘটনার শিকার হন কস্তা। উত্তর ইতালির পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

নিজের চেরোকি জীপটি ভেঙে চুরমার হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে কস্তার কিছুই হয়নি। ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেন তিনি।

সারাবাংলা/এমআরপি

ডগলাস কস্তা ব্রাজিলিয়া ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর