Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর ফাঁকির শাস্তি পেলেন মোরিনহো


৫ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

স্পেনে কর ফাঁকির ঘটনা নতুন কিছু নয়। এর আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জরিমানা গুনতে হয়েছিল কর ফাঁকির দায়ে। এবার একই কান্ডে শাস্তি পাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মোরিনহো। শাস্তি হিসেবে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ আদালত।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্বে ছিলেন মোরিনহো। এর মধ্যে ২০১১ ও ২০১২ সালে প্রায় ৩ মিলিয়ন পাউন্ড কর ফাঁকির অভিযোগ ওঠে তার নামে। তবে কর ফাঁকির অভিযোগ মেনে নেননি রিয়ালের সাবেক এই কোচ। স্প্যানিশ কর্তৃপক্ষের দেওয়া অভিযোগের বিপরীতে তিনি বলেন, অন্য কোথাও ভুল হয়েছে। তবে সব শেষে স্পেনের আদালতের দেওয়া কারাদণ্ড মেনে নেন মোরিনহো।

বিজ্ঞাপন

এর আগে কর সংক্রান্ত সমস্যার কারণে ঝামেলায় পড়তে হয়েছিল বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসিকে। তবে জেল খাটতে হয়নি এই আর্জেন্টাইনকে। ক্রিস্টিয়ানো রোনালদোকেও জেল খাটতে হয়নি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) স্প্যানিশ আদালতে যান হোসে মোরিনহো। যেখানে তাকে দেওয়া কারাদণ্ড মেনে নিয়েছেন তিনি।

তবে প্রথমবার স্প্যানিশ আদালতে দণ্ডিত হলেও দুই বছরের কম কারাদণ্ড দেওয়ায় কারাভোগ করতে হবে না ইউনাইটেডের এই সাবেক কোচকে। স্পেনের আইন অনুযায়ী দুই বছর কিংবা তার কম কারাদণ্ড হলে কারাভোগ ভোগ করতে হয় না। তবে এর পরিবর্তে মোরিনহোকে জরিমানা হিসেবে দিতে হবে ১.৭৫ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ১২ লাখ টাকা।

সারাবাংলা/এসএন

জরিমানা রিয়াল মাদ্রিদ স্পেন স্প্যানিশ আদালত হোসে মরিনহো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর