Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপার এল ক্লাসিকোতে কেউ নেই এগিয়ে


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

আবারো এল ক্লাসিকো, রাত জেগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই উপভোগের সময় এসে গেছে। আজ রাত দুইটায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কোপা দেল রের সেমি ফাইনালের প্রথম লেগে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল। কোপা দেল রের আসরে এটা দুইদলের ৩৫তম লড়াই হতে যাচ্ছে।

ছয় মৌসুম পর কোপা দেল রের সেমি ফাইনালে ওঠেছে রিয়াল। আর সর্বশেষ চারবারের শিরোপা জয়ী বার্সা। তাই লড়াইটা হবে নিজেদের এগিয়ে যাওয়ার।

এর আগে ৩৪টি কোপা দেল রের ম্যাচে এই দুই দল মুখোমুখি হলেও কোনো দলই জয়ের পাল্লা নিজেদের দিকে রাখতে পারেনি। সমান ১০টি করে ম্যাচ জিতেছে রিয়াল এবং বার্সা। আজ সুযোগ থাকছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। বাকি ১৪টি ম্যাচ ড্র করে দুই দল।

বিজ্ঞাপন

১৯০২ সালে প্রথমবারের মতো বার্সা-রিয়াল কোপা দেল রের ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেটিকে কোরোন্যাশন কাপ বলে আখ্যায়িত করা হয়। কোপা দেল রের মুখোমুখি প্রথম দেখায় বার্সা ৩-১ গোলে হারিয়ে দেয় রিয়ালকে। ১৪ বছর পর আবারো কোপা দেল রের আসরে দুই দলের লড়াই হয়েছিল। সেবার রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে বার্সা ম্যাচটি শেষ পর্যন্ত খেলেনি। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

১৯৪৩ সালের কোপা দেল রের সেমি ফাইনালে প্রথমবার মুখোমুখি হয় বার্সা-রিয়াল। ফাইনালে উঠার লড়াইয়ে বার্সা নিজেদের মাটিতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে দেয়। সে বছরের ১৯ জুন ফিরতি লেগে রিয়ালের মাঠে খেলতে গিয়ে বার্সা হেরেছিল ১১-১ গোলের বিশাল ব্যবধানে। যা এখনও রেকর্ড হয়ে আছে। ১৯৭৩ থেকে ১৯৮৯ পর্যন্ত দুই দল মোট তিনবার কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল। দুইবারই জিতেছিল কাতালান ক্লাবটি।

এর আগে খেলা ৩৪ কোপা দেল রের এল ক্লাসিকোতে বার্সা গোল করেছে ৬৫টি আর রিয়াল গোল করেছে ৬৪টি।

সারাবাংলা/এমআরপি

এল ক্লাসিকো কোপা দেল রে বার্সা-রিয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর