অধিনায়কের আস্থার প্রতিদান দেবেন সাব্বির
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির রহমান রোমান। অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজার চাওয়ায় তা এক মাস কমিয়ে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে নেয়া হলো। সিরিজে একাদশে জায়গা মিললে ব্যাট হাতে অধিনায়কের আস্থার প্রতিদান দেবেন এই ড্যাশিং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান।
বুধবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে একথা জানালেন সাব্বির, ‘অবশ্যই প্রতিদান দেয়ার চেষ্টা থাকবে। দেখা যাক কি হয়।’
নির্ধারিত সময়ের এক মাস আগেই সাব্বিরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের গণমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে গেছে। দলে তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন তার এভাবে ফেরাটা আগামীর ক্রিকেটারদের জন্য বাজে দৃষ্টান্ত হয়ে গেল। আবার কেউ বলেছেন ‘সাব্বিরের ওপর এতটা নির্ভরশীলতা বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়।’
সমালোচকদের এমন নিন্দার জবাব ক্রিকেটার সাব্বিরের পক্ষে একমাত্র ব্যাটেই দেয়া সম্ভব। তবে তিনি ঠিক এভাবে ভাবছেন না। জবাব ছাপিয়ে তার কাছে সিরিজে ভালো খেলাই মূখ্য হয়ে দাঁড়িয়েছে। সেটা যে পজিশনেই হোক না কেন, ‘জবাব দেয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব। কোনো পজিশন না, দল যখন যেটা চাইবে সেটা খেলার চেষ্টা করব।’
‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওখানের আবহাওয়া কেমন ধারনা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব। সবচেয়ে বড় কথা হলো ভালো খেলার চেষ্টা করব।’ যোগ করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাব্বির।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি