Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এল ক্লাসিকোয় রিয়ালের স্কোয়াড ঘোষণা


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১০

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ সময় আজ রাত দুইটায় ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই এল ক্লাসিকো শুরু হবে। দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের লড়াই নিয়ে আগ্রহে ভাটা নেই ফুটবল বিশ্বের। বার্সার মাঠে এল ক্লাসিকোর মহারণে নামতে প্রস্তুত সান্তিয়াগো সোলারির শিষ্যরা। কোপা দেল রের সেমি ফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল।

এরই মধ্যে ২১ সদস্যের দল ঘোষণা করেছে রিয়াল। টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা ছয় বছর পর কোপা দেল রের সেমি ফাইনালে উঠেছে। সোলারির অধীনে নিজেদের খুঁজে পেয়েছেন বেনজেমা-বেল-ভিনসিয়াসরা।

রিয়ালের স্কোয়াড:
গোলরক্ষক: কেইলর নাভাস, থিবাউট কোরতোইস, দিয়েগো আলটুবে সুয়ারেজ
ডিফেন্ডার: দানি কারভাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো, মার্সেলো, রেগুইলোন
মিডফিল্ড: টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, লরেন্তে, অ্যাসেনসিও, ইসকো, ক্যাবালোস
ফরোয়ার্ড: মারিয়ানো, বেনজেমা, বেল, লুকাস ভাজকুয়েজ, ভিনসিয়াস জুনিয়র

সারাবাংলা/এমআরপি

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর