Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কোচ হিসেবে কলম্বিয়া পেল কুইরোজকে


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

গত সেপ্টেম্বরে কলম্বিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হোসে পেকারম্যান। এরপর থেকে গুঞ্জন উঠেছিল, কলম্বিয়া জাতীয় দলের কোচ হয়ে আসছেন কার্লোস কুইরোজ। তবে এবার সব গুঞ্জন ছাড়িয়ে সেই দায়িত্বটাই পেলেন ইরানের সাবেক এই কোচ।

নতুন কোচ হিসেবে কুইরোজের নাম ঘোষণা করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন।

২০১১ সাল থেকে চলতি বছরের এশিয়া কাপ পর্যন্ত ইরানের কোচের দায়িত্বে ছিলেন কুইরোজ। তবে এবারের এশিয়া কাপের সেমিফাইনালে জাপানের বিপক্ষে হারের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান পর্তুগিজ এই কোচ। দায়িত্ব ছাড়ার দশদিনের মধ্যেই আবারো কোচের দায়িত্ব পেয়ে গেলেন ৫৪ বছর বয়সি এই কোচ।

বিজ্ঞাপন

কলম্বিয়ায় কোচের দায়িত্ব পেয়ে বেশ খুশি কুইরোজ। দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘কলম্বিয়াতে এসে বেশ ভালো লাগছে। আমাকে কোচের দায়িত্ব দেওয়ার কলম্বিয়া ফুটবল ফেডারেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কুইরোজের সামনে এবার থাকছে নতুন চ্যালেঞ্জ। এবারের কোপা আমেরিকায় গ্রুপ বি’তে কলম্বিয়ার প্রতিপক্ষ হিসেবে থাকছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও কাতার। তাই দলের দায়িত্ব পাওয়ার পর বড়সড় পরীক্ষার সামনে পড়ছেন কুইরোজ, সেটা বলাই যায়।

সারাবাংলা/এসএন

কলম্বিয়া কার্লোস কুইরোজ কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর