কিউইদের হারিয়ে টি-টোয়েন্টিতে সমতায় ভারত
৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১
।। স্পোর্টস ডেস্ক ।।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে স্বাগতিকরা। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারী ভারত (১৬২/৩)।
অকল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন কলিন ডি গ্রান্ডহোম। ২৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৫০ রান করে আউট হন তিনি। এছাড়াও রস টেলর ৪২, কেন উইলিয়ামসন ২০ রান করেন।
ভারতের হয়ে ক্রুনাল পান্ডিয়া ৪ ওভারে ২৮ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন। খলিল আহমেদ নেন দুটি উইকেট। এছাড়াও ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান মিলে প্রথম জুটিতে ৭৯ রান করেন। এরপর রোহিত শর্মা ৫০ ও শিখর ধাওয়ান ৩০ রানে আউট হয়ে ফেরেন। আর বিজয় শংকর ১৪ রান করে ফেরেন। তবে এরপর আর উইকেট হারাতে হয়নি ভারতকে। রিশভ পান্ত ৪০ ও মহেন্দ্র সিং ধোনি ২০ রানে অপরাজিত থেকে জয় তুলে মাঠ ছাড়েন।
নিউজিল্যান্ডের ফার্গুসন, ইশ সোধি ও মিচেল ১টি করে উইকেট নেন।
আর ম্যাচসেরার পুরস্কার আসে ক্রুনাল পান্ডিয়ার হাতে।
সারাবাংলা/এসএন