Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে ফুটবল ক্লাবে আগুন, মারা গেছে ১০ জন


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৭ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্রাজিলের রিও ডি জেনিরো ফুটবল ক্লাবের অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে আগুন লেগে মারা গেছেন ১০ জন। অগ্নি নির্বাপক কর্মীরা জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও তিন জন।

দুই মাস আগেই নিনহো ডি উরুবু সেন্টার সম্প্রসারণে কাজ করা হয়। গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন নিয়ন্ত্রণে নিতে সময় লাগে প্রায় দুই ঘণ্টারও বেশি।

জানা যায়, খেলোয়াড়রা যখন ঘুমিয়ে ছিলেন, তখনই আগুন লাগে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি। এই আগুনে ডরমিটরির বড় একটি অংশ পুড়ে যায়।

বিজ্ঞাপন

ডরমিটরিটি ব্যবহার করা খেলোয়াড়দের বয়স ছিল ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। উদ্ধারের পর আহতদেরকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। তবে হতাহতদের নাম ও পরিচয় এখনো জানাতে পারেনি আগুন নিয়ন্ত্রক কর্মীরা।

সারাবাংলা/এসএন

আগুন ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব