Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্বিতীয় ঘরে’ ফিরে রাজা কৃতিত্ব দিলেন বিপিএলকে


১৭ জানুয়ারি ২০১৮ ২১:২১

বিশেষ প্রতিনিধি, মিরপুর থেকে

সংবাদ সম্মেলনে এসেই মুচকি হেসে বললেন, বাংলাদেশ তো আমার আরেকটি ঘর হয়ে যাচ্ছে। জিম্বাবুয়ে এক দশকেরও বেশি সময় থেকে এত বেশি বাংলাদেশে এসেছে, কথাটা অনেকেই আগেও বলেছেন। তবে সিকান্দার রাজা বিপিএলের পর মিরপুরে প্রথম দুই ম্যাচেও যেমন খেলেছেন, তাতে দেশে ফিরে যাওয়ার সময় মিরপুরের একখন্ড মাটি নিয়ে যেতেই পারেন!

প্রথম ওয়ানডে ফিফটিটা জেতাতে পারেনি, তবে আজ ৮০ রানের পর দুইটি ক্যাচ ও একটি উইকেটে তো স্বস্তির জয়ে পথ দেখিয়েছেন সামনে থেকেই। আর সেজন্য রাজা কৃতিত্ব দিলেন বিপিএলকে।

বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচেও ফিফটি পেয়েছিলেন। কিন্তু সেই ম্যাচে প্রতিটা রানের জন্যই রাজাকে সংগ্রাম করতে হয়েছিল। রাজা সেজন্য কৃতিত্ব দিলেন মোস্তাফিজদের, ‘উইকেটটা আগের দিন খুবই স্লথ ছিল। বল খুবই গ্রিপ করছিল। স্পিনারদের জন্য টার্ন ছিল, পেসাররাও সুবিধা পাচ্ছিল। আমার মনে হয় মোস্তাফিজ-মাশরাফি দুর্দান্ত বল করছিল। তাদের বিপক্ষে খেলাটা অনেক কঠিন ছিল। দুজনেই অবশ্য বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয়েছিল, ৫০ ওভার পর্যন্ত খেলার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, সেটা করতে পেরেছি আমি। রানও পেয়েছি।’

বাংলাদেশে ভালো করার জন্য কৃতিত্ব দিলেন বিপিএলকেও, ‘আমার তো মনে হয় বিপিএলের অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে। এটা আসলে বলে বোঝানো কঠিন। আর একটা জায়গায় অনেক দিন খেললে আপনি তো খানিকটা অভ্যস্তই হয়ে যাবেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সেজন্য আমি চট্টগ্রামকেও ধন্যবাদ জানাই।’

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ সরাসরি দেখুন সারাবাংলা.নেটে

প্রথম ম্যাচে অমন হারের পর শ্রীলঙ্কাকে পেয়েই যেন বদলে গেল জিম্বাবুয়ে। দেশের মাটিতে তাদের সিরিজে হারিয়ে আসার পর এবার জয়টা এলো উপমহাদেশেই। সেজন্য রাজা একই দল নিয়ে দীর্ঘদিন খেলার কথাই বললেন, ‘আমার মনে হয় দল নির্বাচনে ধারাবাহিকতার বড় অবদান আছে। অনেকগুলো সিরিজে আমরা এই দল নিয়ে খেলেছি, এই ব্যাপারটা কাজে দিয়েছে। যখন একজনের সঙ্গে অনেক দিন ধরে ড্রেসিংরুম ভাগাভাগি করি, সেটা আমাকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। ব্যাটসম্যান কোন শট খেলবে তাও আমরা জানি, নিজেদের মধ্যে ওই বিশ্বাস আমাদের আছে। এই দলটা ‘ব্যান্ড অব ব্রাদার্সের’ মতো, আর আমরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। সব পরিস্থিতিতেই আমরা অন্যের পাশে দাঁড়াই। ’

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বে সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে জিম্বাবুয়ের জন্য। রাজা সেটিও মনে করিয়ে দিলেন, ‘আমরা বিশ্বকাপ বাছাইয়ের আগে সবাইকে একটা বার্তা দিতে চাই। আমরা দক্ষিণ আফ্রিকায় খারাপ করেছি, কিন্তু তা ছাড়া বছরের শুরুটা দারুণ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরটা ছিল আমাদের জেগে ওঠার একটা ডাক। আমরা নিজেদের সামর্থ্যটা দেখাতে চেয়েছি, প্রতিজ্ঞাটা মাঠে অনূদিত করতে পেরেছি।’

পরের ম্যাচেও রাজা এই ধারবাহিকতা রাখবে, বাংলাদেশ নিশ্চয় তা চাইবে না!

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর