Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই বিপিএলের সিনিয়র-জুনিয়ররা


৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৫

।। স্পোর্টস ডেস্ক ।।

শেষ হলো বিপিএলের ষষ্ঠ আসর। দর্শক উত্তেজনাও শেষ। আরও একবার এমন আয়োজন দেখতে সমর্থকদের অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। চলুন দেখে নেওয়া যাক, এই আসরের অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে সিনিয়র আর জুনিয়র কারা!

ষষ্ঠ আসরে অংশ নেওয়া সিনিয়র ক্রিকেটার:

ক্রিস গেইল : বিপিএলের এবারের আসরের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের। টি-টোয়েন্টির রাজা খ্যাত উইন্ডিজ এই তারকার বয়স ৩৯ বছর ১৪৭ দিন। তবে চলতি আসরে তার ব্যাট সেভাবে জ্বলে ওঠেনি। চলতি আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ১২টি ম্যাচ ব্যাট হাতে গেইলের সর্বোচ্চ ইনিংস ছিল ৫৫ রানের। এই অর্ধশতকটিসহ তার ব্যাট থেকে এসেছে মোট ২০৩ রান। যেখানে আছে ১৬টি চার ও ১৩টি ছক্কার মার। আর বল হাতে ৮ ওভারে ৯২ রান খরচায় উইকেট পেয়েছেন ১টি।

মাশরাফি বিন মর্তুজা : এবারের আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স মাশরাফি বিন মর্তুজার। ৩৫ বছর ১২৬ দিন বয়সি ম্যাশ এবার অধিনায়কত্ব করেছেন রংপুর রাইডার্সের। তবে নিজের পারফরম্যান্সে বয়সের ছাপ পড়তে দেননি তিনি। এবারের আসরে ১৪ ম্যাচ খেলে মোট ২২টি উইকেট নিয়েছেন মাশরাফি। আর ব্যাট হাতে ৩৩ রানের অপরাজিত একটি ইনিংসসহ ৪০ রান করেছেন রংপুর অধিনায়ক।

অলক কাপালি : দেশি খেলোয়াড়দের মধ্যে বয়সের দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অলক কাপালি। সিলেট সিক্সার্সের হয়ে শেষ দিকে দলের নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডারের বয়স ৩৫ বছর ৩৮ দিন। এবারের আসরে ১২ ম্যাচ খেলে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩* রানের ইনিংসসহ ৯৩ রান আছে এই অলরাউন্ডারের। আর বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট।

বিজ্ঞাপন

এই আসরের অংশ নেওয়া জুনিয়র ক্রিকেটার:

ওয়াকার সালামখেলি : বিপিএলের এবারের আসরের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার ছিলেন আফগানিস্তান দলের ওয়াকার সালামখেলি। ১৭ বছর ১২৯ দিন বয়সি এই ক্রিকেটার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে খেলেছেন মাত্র ১টি ম্যাচ। যেখানে ব্যাট হাতে ৬ রান করলেও, বল হাতে ৩৩ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

নাঈম হাসান : দেশি খেলোয়াড়দের মধ্যে এবারের আসরে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার ছিলেন স্পিন অলরাউন্ডার নাঈম হাসান। চিটাগং ভাইকিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন ১৮ বছর ৬৮ দিন বয়সি এই ক্রিকেটার। যেখানে ব্যাট হাতে ৩৩ রান ও বল হাতে ৮টি উইকেট নিয়েছেন তিনি।

রবিউল হক : এছাড়াও কম বয়সিদের তালিকায় নাঈমের পরে আছেন রবিউল হক। ১৯ বছর ১০৩ দিন বয়সি এই ডানহাতি এই পেসার চিটাগং দলের হয়ে খেলেছেন মাত্র ২টি ম্যাচ। যেখানে ব্যাট হাতে ১০ রান ও বল হাতে ১টি উইকেট নিয়েছেন তিনি।

সারাবাংলা/এসএন

অলক কাপালি ওয়াকার সালামখেলি ক্রিস গেইল নাঈম হাসান বিপিএল ২০১৯ মাশরাফি বিন মর্তুজা রবিউল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর