Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুই মৌসুমের মধ্যেই শিরোপা জিতবে ইউনাইটেড’


৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি লিগের শুরুর সময়টা খুব একটা ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ভারপ্রাপ্ত কোচ হিসেবে ওলে গানার সুলশারের দায়িত্ব নেওয়ার পর থেকে আবারো ভালো পারফর্ম করছে ইংলিশ জায়ান্টরা। তবে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমের শিরোপা অনেকটা হাতছাড়া হলেও আগামী দুই মৌসুমের মধ্যেই শিরোপা জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুলশার।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছে ইউনাইটেড। যেখানে ১৪ জয়, ৬ ড্র ও ৫টি ম্যাচ হেরে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে আছে ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ বেশি জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে মাউরিজিও সারির দল চেলসি। সমান ম্যাচে ১৯ জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম, আর ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটির ২৬ ম্যাচে ২০ জয় ও ২ ড্রয়ে আছে ৬২ পয়েন্ট।

সুতরাং, শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ইউনাইটেডের পয়েন্ট ব্যবধান ১৪। তবে সব প্রতিযোগিতায় সুলশারের নেতৃত্বে থাকা শেষ দশ ম্যাচে অপরাজিত আছে ইউনাইটেড। তাই এই দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কোচ সুলশার। এই মৌসুমে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও, আগামী দুই মৌসুমের মধ্যেই এই দলকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন তিনি।

সুলশার বলেন, ‘আমরা এই মৌসুমে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে আছি, এটা সত্যি। তবে আপনি যদি খেয়াল করেন, আমাদের চেয়ে যারা এগিয়ে আছে, যেমন ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং টটেনহ্যাম- তারা তাদের মতো করেই এগিয়ে যাচ্ছে। আমরা এখনো এই তিন দলের চেয়ে অনেকটা পিছিয়ে আছি। যদি আমরা টটেনহ্যামকে ছাড়িয়ে যেতে পারি, তাহলেই নিজেদের সামর্থ্য বুঝাতে পারবো।’

বিজ্ঞাপন

এখন পর্যন্ত লিগের পাঁচে থাকলেও, চ্যালেঞ্জ নিয়ে এগুতে চাইছেন সুলশার। আগামী দুই মৌসুমে দলের খেলোয়াড়দের নিয়ে শিরোপা জেতাটাই এখন চ্যালেঞ্জ তার, ‘দুই বছর অনেক লম্বা সময়, তবে বড় পরিবর্তনের জন্য যথেষ্ট সময় নয়। তবে আপনি আগামি মৌসুমের কথা চিন্তা করে আশা রাখতেই পারেন। যদি আপনি স্বপ্ন না দেখেন এবং স্বপ্ন না থাকে। তাহলে ভুল হবে। তাই আমাদের জন্য কিংবা আমার জন্য শিরোপার চ্যালেঞ্জ নিচ্ছি। যাতে আমরা নিজেদেরকে সেখানে দেখতে পারি।’

সারাবাংলা/এসএন

ওলে গানার সুলশার কোচ ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর