‘ম্যাচ জয়ের সব কৃতিত্ব খেলোয়াড়দেরই’
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৪
।। স্পোর্টস ডেস্ক ।।
দারুণ লড়াইয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিয়েছে ক্লাব রিয়াল মাদ্রিদ। শনিবার (৯ ফেব্রুয়ারি) অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সান্তিয়াগো সোলারির দল। তাতেই ২০১৬ সালের নভেম্বরের পর অ্যাথলেতিকোর মাঠে জিতলো লস ব্লাঙ্কোসরা। আর এই জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দেরই দিলেন কোচ সান্তিয়াগো সোলারি।
রিয়ালের জয়ের দিনে একটি করে গোল করেন কাসেমিরো, সার্জিও রামোস ও গ্যারেথ বেল।
ম্যাচ শেষে বেশ আনন্দের সঙ্গে কথা বলেন রিয়াল কোচ সোলারি। গত ডিসেম্বরের পর থেকে হয়ে যাওয়া রিয়ালের সবকটি ম্যাচের মধ্যে এই ম্যাচটিকেই সেরা ম্যাচ বলছেন রিয়াল কোচ। যার সব কৃতিত্ব খেলোয়াড়দেরই দিলেন তিনি, ‘গত ডিসেম্বরের পর থেকে এটার রিয়ালের সেরা ম্যাচ। আমরা বেশ খুশি। এটা ছিল দলগত জয়। এমন শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে এই স্টেডিয়াম থেকে কোনও কিছু পাওয়ার অন্য উপায় নেই।’
এই জয় দলগত প্রচেষ্টার ফসল বললেন রিয়াল কোচ, ‘ওয়ান্ডায় জয়ের একমাত্র উপায় হচ্ছে একটি দল হয়ে খেলা। সবদিক থেকে আমরা শক্তিশালী ছিলাম। খেলোয়াড়রাই দলের প্রাণ, যারা শরীর আর মন দিয়ে অনুশীলন করে। সব কৃতিত্ব তাদের।’
চলতি মৌসুমের শুরুতে একের পর এক ব্যর্থতার পর সোলারি দায়িত্ব নেন রিয়ালের। এরপর থেকে লড়াইয়ে ফিরেছে রিয়াল। অ্যাথলেটিকোকে হারিয়ে উঠে গেছে লিগ টেবিলের দুইয়ে। সোলারির বিশ্বাস এবার শেষ পর্যন্তই লড়ে যাবে তার দল, ‘আমরা এখন দ্বিতীয় স্থানে আছি। আমাদেরকে লড়াই করে যেতে হবে।’
এ নিয়ে ২৩ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০।
সারাবাংলা/এসএন