বার্সেলোনাই এখন রিয়ালের ‘চ্যালেঞ্জ’
১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫২
।। স্পোর্টস ডেস্ক ।।
ইনজুরি শঙ্কা কাটিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে মেসি ফিরলেও ভাগ্য ফেরেনি বার্সেলোনার। বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। তাতেই জমে উঠেছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াই।
এই ড্রয়ে ২৩ ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৫১ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে এরপরই আছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ দু’দলের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৬। তাতে লিগ শিরোপার দৌড়ে এবার বার্সেলোনাই রিয়ালের সামনে চ্যালেঞ্জ।
গত চ্যাম্পিয়নস লিগের পর জিনেদিন জিদান কোচের দায়িত্ব ছাড়ার পর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর রিয়ালে কোচের দায়িত্ব নেন হুলেন লোপেতেগুই। তবে এই কোচের আওতায় দলের বাজে পারফরম্যান্সে চলতি লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি রিয়ালের। তাতে লিগ টেবিলের অনেকটাই নিচে পড়েছিল তারা।
এরপর রিয়ালে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব আসে আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারির হাতে। আর এই কোচের আওতায় ধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। সব শেষ মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। এবার তাদের সামনে আছে শুধুমাত্র আর্নেস্তো ভালভারদের দল বার্সেলোনা।
বিলবাওয়ের বিপক্ষে বার্সার ম্যাচ ড্রয়ের কারণে লিগ শিরোপার লড়াইয়ে বড় সুবিধা হয়েছে রিয়ালের, এমনটাই বললেন বার্সা ডিফেন্ডার রবের্তো। রিয়াল এমন জয়ের ধারায় থাকলে মৌসুমের শেষ দিকে শিরোপা ধরে রাখাটাই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। রবের্তো বলেন, ‘আমরা জানি তারা (রিয়াল মাদ্রিদ) এই মৌসুমেই প্রতিযোগিতা ধরে রাখছে। তারা এখন অ্যাথলেটিকোর চেয়ে এগিয়ে আছে এবং ভালো ফর্মে আছে। তবে বাস্তবতা হচ্ছে আমরা এখনো শীর্ষে আছি। আমরা চেষ্টা করবো মৌসুমের শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে।’
সারাবাংলা/এসএন