Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্সেনাল ছেড়ে জুভেন্টাসে রামজি


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিচ্ছেন আর্সেনাল মিডফিল্ডার অ্যারন রামজি। ওয়েলস এই মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তির খবরটি সোমবার (১১ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে জুভিরা।

এর আগে গত মাসের (জানুয়ারি) শুরুতে সিরি আ’র ক্লাবটির সঙ্গে চুক্তির খবর জানান রামজি। ২৮ বছর বয়সী মিডফিল্ডার এবার ১১ বছর পর আর্সেনাল ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালিয়ান ক্লাবে। তাতে জুভিদের হয়ে প্রত্যেক সপ্তাহে ৪ লাখ পাউন্ডের বেশি অর্থ আয় করবেন তিনি।

এর আগে জুভেন্টাসের হয়ে খেলেছেন দু’জন ওয়েলস খেলোয়াড়। জন চার্লস ও ইয়ান রাশের পর এবার তৃতীয় খেলোয়াড় হিসেবে জুভিদের হয়ে খেলবেন রামজি।

বিজ্ঞাপন

২০০৮ সালে ইনিংস ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে ২৫৬ ম্যাচ খেলেন রামজি। যেখানে তার গোল সংখ্যা ৩৮টি। এর মাঝে ২০১০ থেকে ২০১১ সালে নটিংহাম ফরেস্টের হয়ে ৫টি ম্যাচ ও কার্ডিফ সিটিতে ধারে ৬টি ম্যাচ খেলেন রামজি।

এই বছরের জুলাইয়ে জুভেন্টাসের হয়ে যোগ দেবেন ওয়েলস এই তারকা।

সারাবাংলা/এসএন

অ্যারন রামজি আর্সেনাল জুভেন্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর