যে রেকর্ড এখন মিঠুন-সাইফের
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩
।। স্পোর্টস ডেস্ক ।।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, অষ্টম উইকেটে মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের জুটিতে ভর করে শেষ পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২৩২ রান।
নেপিয়ারে আগে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে ১৩১ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। তবে অষ্টম উইকেটে সাইফউদ্দিনকে সঙ্গে করে দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। দু’জন মিলে গড়েন ৮৪ রানের জুটি। আর এই জুটিতে ভর করেই ম্যাচে লড়াই করার মতো স্কোর পায় টাইগাররা।
এর আগে অষ্টম উইকেটে বাংলাদেশের সেরা জুটি ছিল ৭০ রানের। সেটাও ছিল কিউইদের বিপক্ষে। ২০০৩ সালের বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকের মিলে এই উইকেটে গড়েন ৭০ রানের জুটি। সেটাই ছিল এতোদিন অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
এবার সেই জুটির রেকর্ড ভেঙ্গে দিয়ে অষ্টম উইকেটের সেরা জুটিতে লেখা হয়ে গেছে মিঠুন-সাইফের ৮৪ রানের জুটি।
শেষ পর্যন্ত মিঠুন ৬২ ও সাইফ ৪১ রান করে আউট হন।
সারাবাংলা/এসএন