Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়াক্সের বিপক্ষে রিয়ালের স্কোয়াড


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং নেদারল্যান্ডসের ফেভারিট আয়াক্স। শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাবটির মাঠ আমস্টারডামে আতিথ্য নেবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এরই মধ্যে ২৩ জনের দল ঘোষণা করেছেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি।

আয়াক্স-রিয়াল মাদ্রিদ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। দিনের অন্য ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহাম লড়বে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। সেই ম্যাচটিও শুরু হবে রাত ২ টায়, সরাসরি দেখাবে সনি টেন ১।

বিজ্ঞাপন

রিয়াল কোচ এই ম্যাচে পাচ্ছেন না মার্কোস লরেন্তে এবং ইসকোকে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই দুই তারকাকে ছাড়াই নেদারল্যান্ডসে উড়াল দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আয়াক্সের বিপক্ষে রিয়ালের ঘোষিত স্কোয়াড:
থিবাউট কোরতোইস, কেইলর নাভাস, দিয়েগো আলটুবে, দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো, জেসুস ভালেজ্জো, মার্সেলো, সার্জিও রেগুইলন, ক্যাসেমিরো, দানি ক্যাবালোস, টনি ক্রুস, লুকা মদ্রিচ, মার্কো অ্যাসেনসিও, ব্রাহিম ডিয়াজ, ফেদে ভালভারদে, করিম বেনজেমা, ভিনসিয়াস জুনিয়র, লুকাস ভাজকুয়েজ, গ্যারেথ বেল এবং মারিয়ানো।

সারাবাংলা/এমআরপি

চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর